প্রতিবেদন : হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হেরে চাপে ভারত। এর মধ্যেই উদ্বেগ বাড়াল দ্বিতীয় টেস্টে(Edgbaston Test) যশপ্রীত বুমরার অনুপস্থিতির খবর। যদিও প্রথম টেস্টের পর কোচ গৌতম গম্ভীর পরিষ্কার করে দিয়েছেন দলের পরিকল্পনা। সেখানেই স্পষ্ট, বুমরা খেলবেন তিনটি ম্যাচ। এখন শোনা যাচ্ছে, দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। তাঁর জায়গায় দলে যোগ দেবেন কে? সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।
Read More: ডিক্লারেশন ফর্মে জন্মসালের উল্লেখ কেন! নির্বাচন কমিশনকে বিঁধে প্রশ্ন মমতার
প্রথম টেস্টে হেডিংলিতে ৪৪ ওভার বোলিং করেছেন বুমরা। ফলত অনেকটাই চাপ পড়েছে তাঁর উপর। সেই কারণে এজবাস্টনের দ্বিতীয় টেস্টে তিনি সম্ভবত মাঠে নামতে পারবেন না বলে সূত্রের খবর। ১০ জুলাই লর্ডসে তৃতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। এপ্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আগেই বলেছিলেন, “আমার মনে হয় বুমরা পরের ম্যাচটাতেই বিশ্রাম চাইবে। কারণ লর্ডসে ও অবশ্যই খেলতে চাইবে। তারপর আবার বিরতি আছে। কিন্তু সমস্যা হল, বুমরা যদি বিশ্রাম নেয়, তাহলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর সেটা বিপর্যয়ের শামিল।”
শাস্ত্রীর অনুমান যে অমূলক নয়, প্রথম টেস্টেই বোঝা গিয়েছে তা। বুমরা ছাড়া বাকি বোলাররা একেবারেই নিষ্প্রভ ছিলেন। সেক্ষেত্রে তাঁকে ছাড়া দল কতটা সফল হবে, সে ব্যাপারেও সংশয় থেকে যাচ্ছে। ২ জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট।(Edgbaston Test) বুমরা না খেললে অর্শদীপ সিং বা আকাশ দীপের মধ্যে কেউ একজন খেলবেন। লাল বলের ফরম্যাটে অর্শদীপ একেবারেই আনকোরা। আর আকাশ দীপ আগে কখনও ইংল্যান্ডে খেলেননি। কাজেই এজবাস্টন টেস্টে ভারত যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
Link: https://x.com/ekhonkhobor18/status/1938235212443619522




