কলকাতা : আচমকাই থমকে গেল মেট্রো! যার জেরে অফিস টাইমে দুর্ভোগের কবলে পড়লেন যাত্রীরা। বিভ্রাটের নেপথ্যে রয়েছেন যদিও এক যাত্রীই! অভিযোগ, চলন্ত মেট্রোতে প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস টিপে দেন কেউ। যার জেরে থমকে যায় মেট্রোটি। সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। কিন্তু কে এই কাণ্ড ঘটিয়েছেন, তা জানা যায়নি এখনও।
মেট্রো সূত্রে খবর, রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী ভুলবশত মেট্রোয় থাকা প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস টিপে দেন। অ্যালার্ম বেজে ওঠে। বিপদ সংকেত পেয়েই মেট্রো থামিয়ে দেন চালক। ছুটে আসেন নিরাপত্তারক্ষী এবং চালক। প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ৭-৮ মিনিট সময় লেগে যায়। তারপর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় সেই মেট্রো।
স্বাভাবিকভাবেই একটি মেট্রোয় সমস্যা দেখা দেওয়ায় পরবর্তী মেট্রোগুলিও দেরি করে চলতে শুরু করে। এক-একটি স্টেশনে প্রায় ২-৩ মিনিট করে দাঁড়াচ্ছিল প্রত্যেকটি মেট্রো, এমনই অভিযোগ যাত্রীদের। কবি সুভাষগামী মেট্রোতেও সমস্যা দেখা দেয়। প্রতি স্টেশনেই বাড়তে থাকে ভিড়।