পাণ্ডুয়া : রাজ্যজুড়ে সমবায় নির্বাচনগুলিতে অব্যাহত তৃণমূলের(Trinamool) জয়জয়কার। এবার হুগলির পাণ্ডুয়া ব্লকে তিনটি সমবায়ে বইল সবুজ ঝড়। বেলুন ধামাসিন, জামগ্রাম মণ্ডলাই ও জায়ের দ্বারবাসিনী এই তিন গ্রাম পঞ্চায়েতের বেরুই সমবায়,পাইকারা সমবায় ও কামতাই সমবায়ের নির্বাচনে জিতল ঘাসফুল শিবির। আর তারপরই আবির নিয়ে জয়ের উদযাপনে মেতে উঠলেন দলীয় কর্মী-সমর্থকরা।
Read More: কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ তৃণমূলের, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
জয়ের পর পাণ্ডুয়া ব্লক তৃণমূল(Trinamool) কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর নন্দী বলেন, “এই জয় সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের জয়। আগামী দিনের কৃষকদের উন্নয়নের কথা মাথায় রেখে মা-মাটি-মানুষের এই জয়।” পাশাপাশি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের কথায়, “এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের কাজ করেছেন, কৃষকদের কথা চিন্তা করেছেন, তারই ফল এই জয়। আগামী দিনেও সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে বলে আশা রাখছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1937087028849693015
প্রসঙ্গত, পাণ্ডুয়ার বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের বেরুই সমবায়ে মোট আসন ১২টি। সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। সিপিএম ১২ এবং বিজেপি ১১টি আসনে প্রার্থী দেয়। সঙ্গে ছিলেন একজন নির্দল প্রার্থী। মোট ৫৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। মোট ভোটার ৭৮৪ জন। সবকটি আসনে জয়ী হয় তৃণমূল। আবার জামগ্রা মণ্ডলাইন গ্রাম পঞ্চায়েতের পাইকারা সমবায়ে মোট আসন ১২টি। ভোটার ছিলেন ৩০৬ জন। ২৯০টি ভোটগ্রহণ কেন্দ্রে চলে ভোটগ্রহণ।প্রতিটি আসনেই জয় পায় ঘাসফুল শিবির। জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের কামতাই সমবায় সমিতির ভোটেও মোট আসন ১২টি। মোট ভোটার ছিল ৪০৭ জন। ২৮০টি ভোটগ্রহণ কেন্দ্র ছিল। এই নির্বাচনে ১১টি আসন দখল করে তৃণমূল।