প্রতিবেদন : জয়ের রাস্তায় ফিরল রিয়াল মাদ্রিদ। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযানের শুরুটা ভাল হয়নি তাদের। আল হিলালের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করেছিল রিয়াল। তবে দ্বিতীয় ম্যাচেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ‘লস ব্লাঙ্কো’ বাহিনী। গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিল জাবি আলোনসোর দল।(Real Madrid)
Read More: পাণ্ডুয়ায় সমবায় ভোটে জয় তৃণমূলের, সবুজ আবির উড়িয়ে মাতলেন কর্মী-সমর্থকরা
তবে জয় সহজ ছিল না রিয়ালের(Real Madrid) কাছে। ম্যাচের শুরুতেই চাপে পড়েন ভিনিসিয়াস জুনিয়ররা। খেলার ৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার রাউল অ্যাসেনসিও। ফলে প্রায় পুরো ম্যাচ ১০ জনে খেলতে হয় রিয়ালকে। তাতে অবশ্য ম্যাচের রাশ হাতে রাখতে অসুবিধা হয়নি রিয়ালের। ৩৫ মিনিটে প্রথম গোল পায় তারা। ফ্রান গার্সিয়ার পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম।
এরপর ৪৩ মিনিটে ফের আসে গোল। গঞ্জালো গার্সিয়ার পাস থেকে বল জালে জড়ান আর্দা গুলার। দ্বিতীয়ার্ধেও বল নিজেদের দখলে রাখছিল রিয়াল। ৭০ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন ফেডে ভালভার্দে। ৮০ মিনিটে ইলিয়াস মন্টিয়েলের গোলে পাচুকা ব্যবধান কমায়। শেষপর্যন্ত খেলা শেষ হয় ৩-১ গোলে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937096312903667868
এদিনের জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট সংগ্রহ করেছে সালজবার্গ। তবে, গোল ব্যবধানে রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে রয়েছে অস্ট্রিয়ান ক্লাবটি। অন্যদিকে, দু’টি ম্যাচ খেলে ২ পয়েন্ট আল হিলালের। শেষে রয়েছে পাচুকা। টানা দু’টি ম্যাচে হারার ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে তারা।