প্রতিবেদন : হেডিংলে টেস্টের চতুর্থ দিনের শুরুতেই খানিক চিন্তার মেঘ ঘনিয়ে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। ব্রাইডন কার্সের বলে মাত্র ৮ রানে আউট হন অধিনায়ক শুভমন গিল। প্লেড অন হন তিনি। যদিও প্রাথমিক ধাক্কা সামলে আপাতত স্বস্তিতে ভারত।(Test Series)
Read More: সুরক্ষার নামে চলছে অবাধ হেনস্থা! কাঠগড়ায় বিএসএফ, ক্ষুব্ধ গ্রামবাসী
ক্রিজে রয়েছেন কে এল রাহুল ও ঋষভ পন্থ। রাহুল অপরাজিত রয়েছেন ৭২ রানে। পন্থ ব্যাট করছেন ৩১। এখনও অবধি ৬১ রানের পার্টনারশিপ গড়েছেন তাঁরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937138746459341119
টেস্টের গত ৩ দিন দুই দল সাবলীল ছন্দে রান তুললেও সোমবার খানিকটা সাবধানী ভঙ্গিতেই ইনিংস শুরু করে ভারত। লাঞ্চের আগে ২.৬২ রান রেটে ব্যাট করেছে তারা। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ১৫৩। দ্বিতীয় ইনিংসে আপাতত ইংল্যান্ডের চেয়ে ১৫৯ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।(Test Series)