তেহরান: আমেরিকার পর ফের ইজরায়েলি হামলা ইরানে৷ জানা যাচ্ছে, সোমবার ফের ইজরায়েলি সেনা হামলা চালিয়েছে ফোরডোর পরমাণু কেন্দ্রে।(Iran Israel War) আমেরিকা ও ইজরায়েল একজোট হয়ে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রটিকে ধ্বংস করতে এই হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ওই পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়াতে পারে বলে আশঙ্কা।
Read More: শেখানো হবে ইন্টারনেটের নানান ব্যবহার, প্রবীণ নাগরিকদের সুবিধার্থে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের
ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা। (Iran Israel War)ইরানি সংবাদমাধ্যম সূত্রে খবর, ফোরডো পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত পরমাণু কেন্দ্রের ঠিক কতখানি ক্ষতি হয়েছে, তা অবশ্য জানা যায়নি। ইরানের ফোরডো পরমাণু কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়াচ্ছে কিনা তা এখনও পর্যন্ত অস্পষ্ট।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937135649749975414
উল্লেখ্য, গত ২০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, দু’সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে আমেরিকা। ৭২ ঘণ্টার মধ্যে (ভারতীয় সময় রবিবার ভোরে) ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন। এরপর সোমবার ইজরায়েল হামলা চালাল ইরানের পরমাণুকেন্দ্রে।