কলকাতা: নিম্নচাপের প্রভাবে বুধ থেকেই টানা বৃষ্টির পরে অবশেষে কিছুটা কমেছে শুক্রবারে। তবে আবার রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দফতর।(Weather Update)জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ন’টি জেলায় আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More: স্বরচিত গানের মাধ্যমে ওয়ার্ল্ড মিউজিক ডে’র শুভেচ্ছাবার্তা মমতার
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।(Weather Update)সেই সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ায়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার এবং বীরভূম, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936340883059905011?s=19
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গেও। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টি হতে পারে। তার আগে শনিবার এবং রবিবারও উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে।




