প্রতিবেদন : হেডিংলেতে সিরিজের প্রথম টেস্টের(Test Series)প্রথম দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া। রোহিত-বিরাটহীন ভারতকে সামলাতে হিমশিম খেলেন ইংরেজ বোলাররা। যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমন গিলের অনবদ্য সেঞ্চুরিতে প্রথম দিনেই ৩ উইকেটে ৩৫৯ রান তুলল ভারত। যশস্বী সেঞ্চুরি করে আউট হন (১০১)। তবে অপরাজিত রয়েছেন গিল (১২৭*) সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ (৬৫*)।
Read More: ফের টানা বর্ষণ, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! জানাল হাওয়া অফিস
এদিন অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক ঘটিয়েই একাধিক রেকর্ড ভাঙলেন গিল। গিল-পন্থ জুটির হাত ধরেই ইংল্যান্ডের মাটিতে প্রথমদিন রেকর্ড রানে পৌঁছয় ভারত। আর সেই সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত রেকর্ডও গড়লেন গিল। ভারতের টেস্টের ৯৩ বছরের ইতিহাসে গিলই পঞ্চম তরুণ (২৫ বছর ২৮৫ দিন) অধিনায়ক। এর আগে এত অল্প বয়সে নেতৃত্বভার সামলেছেন মনসুর আলি খান পতৌদি, শচীন তেণ্ডুলকর, কপিল দেব এবং রবি শাস্ত্রী। এর পাশাপাশি একবিংশ শতাব্দীর নিরিখে অধিনায়কত্বে বিরাট কোহলিকেও পিছনে ফেললেন গিল। ২০০০ সালের পর প্রথমবার এত কমবয়সী অধিনায়ক পেল ভারত। (Test Series)
পাশাপাশি, পতৌদির ৫৭ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের মাটিতে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে দলকে নেতৃত্ব দেবার নজিরও গড়ে ফেলেছেন গিল। অন্যদিকে বিজয় হাজারে, দিলীপ ভেঙ্গসরকার, সুনীল গাভাস্কার এবং বিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরিও করলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936356416211620079?s=19
শুক্রবার এক অনন্য রেকর্ড ঝুলিতে ভরলেন ঋষভ পন্থও। দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে উইকেটকিপার-ব্যাটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির সাফল্যকে পিছনে ফেললেন তিনি। এই চার দেশের মোট ২৭টি ম্যাচে পন্থের ঝুলিতে এখন ১৭৪৬ রান। গড় ৩৮.৮০। করেছেন চারটি শতরান এবং ছ’টি অর্ধশতরানও।




