প্রতিবেদন: তদন্ত যত এগোচ্ছে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে হত্যাকাণ্ডের রহস্য তত বাড়ছে৷ সোনম রঘুবংশীকে জেরার মাধ্যমে উঠে এসেছে একাধিক তথ্য।(Meghalaya Case) এর মধ্যেই আবার তদন্তকারীরা এক নতুন নামের সংযোজন করেছেন তদন্তে৷ পয়লা মার্চ থেকে ৮ এপ্রিল, এই ৩৯ দিনে ২৩৪ বার এই অজ্ঞাত ব্যক্তিকে ফোন করেছিল সোনম রঘুবংশী। ‘সঞ্জয় বর্মা’ নামের এই ব্যক্তির আসল পরিচয় কী! তা জানতে তদন্তে নামে পুলিশ।
Read More: প্রথম টেস্টের আগে চোটের ভ্রূকুটি! অনুশীলনে হঠাৎই আঘাত পেলেন ভারতীয় ব্যাটার
রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ের সপ্তাহখানেক আগে থেকে সঞ্জয় নামে এক যুবকের সঙ্গে ঘন ঘন ফোনে কথা হত সোনমের। এমনকী ঘণ্টার পর ঘণ্টা কথা বলত তারা। যদিও ওই যুবকের ফোন নম্বর এখন ‘সুইচড অফ’। শেষ পর্যন্ত জানা যায়, সঞ্জয় আর কেউ নয়, সোনমের প্রেমিক রাজ!
অবশেষে এই সঞ্জয় আসলে কে, তার সত্য উদঘাটন করল পুলিশ। এই ‘সঞ্জয়’ আর কেউ নয়, ধৃত রাজ কুশওয়াহা! প্রেমিক রাজকে আড়াল করতেই পদবি বদলে তাঁর ফোন নম্বর নিজের মোবাইলে সেভ করেছিল সোনম। রাজাকে হত্যার অভিযোগে আগেই যাকে গ্রেফতার করেছে পুলিশ।(Meghalaya Case)
Link: https://x.com/ekhonkhobor18/status/1935686421744169146
উল্লেখ্য, সোনমের সঙ্গে ব্যবসায়ী রাজার বিয়ে হয় গত ১১ মে। সপ্তাহখানেক পরে ইন্দোরের নবদম্পতি মধুচন্দ্রিমায় যায় মেঘালয়ে। ২১ মে তারা ওঠে শিলংয়ের বালাজি গেস্ট হাউসে। পরের দিন থেকেই নিখোঁজ রাজা। ২ জুন খাদ থেকে উদ্ধার হয় তাঁর পচন ধরা দেহ। ৭ জুন গ্রেফতার করা হয় সোনমকে। রাজার খুনে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।