প্রতিবেদন : শুক্রবার থেকেই হেডিংলেতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের(Test Series) প্রথম ম্যাচ। লাল বলে দুই যুযুধান দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। আর টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই চোটের ভ্রূকুটি টিম ইন্ডিয়া শিবিরে। অনুশীলনে আচমকা আঘাত পেলেন ভারতীয় ব্যাটার করুণ নায়ার।
Read More: বিমানে হঠাৎই প্রচণ্ড ঝাঁকুনি! মাঝ আকাশ থেকে কলকাতায় ফিরল ইন্ডিগোর উড়ান
যদিও ওই আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছে সূত্র। সব ঠিক থাকলে শুক্রবার ইংরেজদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। বুধবার নেটে পেসারদের বিরুদ্ধে ব্যাট করছিলেন করুণ। সেসময় প্রসিদ্ধ কৃষ্ণর একটি বল সামলাতে পারেননি তিনি। বলটি সোজা গিয়ে আঘাত করে তাঁর পাঁজরে। পরে আবার নেটে ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935681160702464504
গত বুধবার থেকেই হেডিংলেতে ট্রেনিং শুরু করেছে ভারতীয় দল। প্রথম টেস্টে ব্যাটিং লাইন আপ কেমন হবে, তা নিয়ে খানিক ধন্দ তৈরি হয়। শোনা যাচ্ছিল, চারে খেলবেন গিল। কিন্তু এদিন হেডিংলতে ওপেনিংয়ে কেএল রাহুলের সঙ্গে যশস্বী জয়ওয়াল যাওয়ার পর তিনে চলে যান গিল।(Test Series) যদিও প্র্যাকটিস শেষে সাংবাদিক সম্মেলনে এসে পন্থ বলেন, গিলই চারে যাচ্ছেন। আর তিনি নামবেন পাঁচ নম্বরে। তবে তিন নম্বরে কে যাবেন, এখনও ঠিক হয়নি। প্রাথমিক ভাবে একটা ধারণা ছিল, সাই সুদর্শন যেতে পারেন। আইপিএলে যাঁর সাবলীল ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কিন্তু অনুশীলনে তাঁকে স্বচ্ছন্দ মনে হয়নি। সেক্ষেত্রে তিন নম্বরে ব্যাট করবেন সম্ভবত করুণ নায়ার। ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে যে রাহুল নামছেন, তা কার্যত নিশ্চিত।