কলকাতা : ফের প্রকাশ্যে এল বিমান বিভ্রাটের খবর। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই দেশজুড়ে একের পর এক উড়ানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর(IndiGo) একটি বিমান। বৃহস্পতিবার বেলায় কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। যাত্রা শুরুর পর মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। বিমানের মধ্যে শুরু হয় প্রচণ্ড ঝাঁকুনি।
Read More: ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে মস্কোর সমর্থন, কী জানালেন পুতিন
স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পাইলটের তৎপরতায় পুনরায় উড়ানটিকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। বিমানের(IndiGo) সকল যাত্রী এবং ‘ক্রু’-রা সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, বর্তমানে উড়ানটির মেরামতির কাজ চলছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935679779245789296
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর একটি বিমান। দিল্লি থেকে লে-র উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু যাত্রা শুরুর পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আচমকা উড়ানের ভিতর শুরু হয় ঝাঁকুনি। এরপরই বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। তার কয়েক ঘণ্টার মধ্যে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।