নদিয়া: সকাল থেকে শিরোনামে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। ভোট শুরু হওয়ার পরেই প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ করেন তিনি। বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগও তোলেন। এমনকী তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীও। এবার এক আজব কান্ড ঘটিয়ে ভোটদানের পরেই মধ্যমা প্রদর্শন করে ফের বিতর্কের ঝড় তুললেন কালীগঞ্জ উপনির্বাচনের(Kaliganj By-Election) বিজেপি প্রার্থী আশিস ঘোষ।
Read More: কর্নেল কুরেশির প্রতি বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা মমতার
বৃহস্পতিবার শুরু হয়েছে কালীগঞ্জে ভোট গ্রহণ।(Kaliganj By-Election) একটু বেলা গড়াতেই আজব কাণ্ড ঘটান বিজেপির প্রার্থী আশিস। ভোট দিয়ে বেরনেোর পর তিনি সংবাদমাধ্যমের সামনে বাঁ হাতের মধ্যমা দেখান। তাঁর সেই আঙুলেই রয়েছে ভোটের কালির দাগ। তা নিয়েই এবার বিতর্ক তুঙ্গে।
সাধারণত কোনও ব্যক্তি ভোট দিলে তাঁর বাঁ হাতের তর্জনীতে ভোটের কালি দেওয়া হয়। কিন্তু আশিসবাবুর মধ্যমায় ভোটের কালির দাগ কেন? এহেন মধ্যমা প্রদর্শন দেখে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন কালীগঞ্জের উপনির্বাচনের বিজেপি প্রার্থী।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935405903509139910
বিজেপির আদি নেতার এহেন কান্ডে বিস্মিত তৃণমূলও। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে, বিজেপির আসল চরিত্র বেরিয়ে এসেছে। অপরদিকে, মধ্যমা প্রদর্শন করে আশিস ঘোষ দাবি করছেন তাঁকে ফাঁসানো হয়েছে।