ওয়াশিংটন: মঙ্গলবার সকাল থেকেই ইরানকে একের পর এক হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি ছিল, ইরান যদি কোনও ভাবে আমেরিকার উপর হামলা চালানোর চেষ্টা করে, তা হলে তছনছ করে দেওয়া হবে। এক ধাপ এগিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মঙ্গলবার সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বার্তা দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।(Donald Trump) পাশাপাশি, এ-ও হুঁশিয়ারি দিয়েছিলেন, খামেনেই কোথায় লুকিয়ে আছেন তা জানেন তিনি।
Read More: বাজবলের পাল্টা দিতে তৈরি টিম ইন্ডিয়া! সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে হুঁশিয়ারির শার্দূলের
ট্রাম্পের(Donald Trump) কথায়, ‘‘আমরা জানি যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাঁকে বার করে (হত্যা!) করব না, অন্তত আপাতত নয়।’’ ট্রাম্পের ‘আমরা’ শব্দটির উপর জোর দেওয়ার পরেই জল্পনা তুঙ্গে উঠেছে। ট্রাম্পের এই মন্তব্যের পর থেকেই আমেরিকার যুদ্ধে জড়ানো নিয়ে জল্পনা শুরু হয়। অনেকের মতে, ট্রাম্প ইজ়রায়েলের সঙ্গে আমেরিকাকে জুড়েই ওই মন্তব্য করেছিলেন। তবে কী আগামীতে ইরান-ইজরায়েলের যুদ্ধে মার্কিন মুলুকও সরাসরি যুদ্ধে জড়াতে চলেছে! তা নিয়েই এখন চর্চা শুরু আন্তর্জাতিক মহলে।
পাশাপাশি, মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, জি-৭ বৈঠক থেকে ফিরেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এটা হোয়াইট হাউসের সেই গোপন ঘর যেখান থেকে ‘অপারেশন নেপচুন স্পেয়ার’ বা লাদেন হত্যার লাইভ দেখছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা-সহ অন্যান্য আধিকারিকরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সিচুয়েশন রুমের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। এনবিসি নিউজ-এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকা যদি ইরানে হামলা চালায় সেক্ষেত্রে যাবতীয় ঝুঁকির বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে এই বৈঠকে। এদিকে ইজরায়েলের আধিকারিকদের তরফে সিএনএনকে দেখা সাক্ষাৎকারে জানানো হয়েছে, ‘আমরা মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’
Link: https://x.com/ekhonkhobor18/status/1935281390993686543
ইরান-ইজ়রায়েল সংঘাতে প্রথম থেকেই ইজ়রায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। ইরানের এ-ও দাবি, ইজ়রায়েলকে সবরকম ভাবে সাহায্য করছেন ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করে আসছেন, তিনি যুদ্ধ নয়, শান্তি চান! তবে ইরানকে হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি ট্রাম্প বলেছেন, ‘ইরানের হাতে আত্মরক্ষা ও হামলা চালানোর জন্য যথেষ্ট উপকরণ রয়েছে ঠিকই। তবে তা আমেরিকার সামনে কিছুই নয়। ওদের অস্ত্র আমেরিকাকে আটকাতে পারবে না।’ ট্রাম্পের এই হুঁশিয়ারির পরই প্রশ্ন উঠতে শুরু করে তবে কী সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ট্রাম্প! তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।