ইম্ফল: চলতি বছরের ১১ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হল রাজা ও সোনম রঘুবংশী। তার আগে যখন দু’জনের বাড়িতেই চলছে বিয়ের প্রস্তুতি ঠিক সেই সময়েই এক ব্যক্তির সঙ্গে দীর্ঘ ফোনালাপ চালাত সোনম! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। এই ফোনের ওপারের ব্যক্তি সোনমের প্রেমিক রাজ নয়।(Meghalaya Murder Case) তবে মেঘালয় হত্যাকাণ্ডের সোনম ও তার প্রেমিক এবং ভাড়াটে খুনিরা ছাড়া কে এই নতুন চরিত্র? তা নিয়েই শুরু হয়েছে তদন্ত৷
Read More: অমরনাথ যাত্রায় মিলবে না হেলিকপ্টার পরিষেবা! ঘোষণা জম্মু ও কাশ্মীর সরকারের
ইনদওরের ব্যবসায়ী রাজার খুনে নতুন চরিত্রের সন্ধান পেল পুলিশ। কে তিনি? কী সম্পর্ক ছিল সোনমের সঙ্গে? রাজার খুনের সঙ্গে কি তাঁর কোনও যোগসূত্র রয়েছে? এ সমস্ত প্রশ্ন আরও জটিলতা বাড়াচ্ছে এই খুনের তদন্তে। তবে জানা গিয়েছে, এই ব্যক্তির নাম সঞ্জয় বর্মা।(Meghalaya Murder Case)
সোনমের ফোন ঘেঁটে বিশেষ তদন্তকারী দল (সিট) জানতে পেরেছে সঞ্জয় নামে এক ব্যক্তির সঙ্গে প্রায়শই কথাবার্তা বলত ২৪ বছরের সোনম। ‘কল ডেটা রেকর্ড’ দেখে পুলিশ জানতে পেরেছে, চলতি বছরের ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১১৯ বার ফোনে কথোপকথন হয়েছে সোনম এবং জনৈক ব্যক্তির। তবে সঞ্জয় নামে ওই ব্যক্তির মোবাইল এখন বন্ধ!
উল্লেখ্য, রাজার খুনে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে পাঁচজন। ধৃতদের মধ্যে আছেন রাজার নববধূ সোনম, সোনমের প্রেমিক রাজ এবং তিন ভাড়াটে খুনি। তাঁদের মোবাইল ঘেঁটে নানা তথ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে কয়েকটি তথ্য খুনের মামলার জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে পুলিশ। এই প্রেক্ষিতে উঠে এসেছে এই সঞ্জয়ের নাম। এখন সঞ্জয় বর্মার রহস্যভেদের চেষ্টায় পুলিশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935291656884077004
প্রসঙ্গত, সোনমের সঙ্গে ব্যবসায়ী রাজার বিয়ে হয় গত ১১ মে। সপ্তাহখানেক পরে ইন্দোরের নবদম্পতি মধুচন্দ্রিমায় যান মেঘালয়ে। ২১ মে তারা ওঠে শিলঙের বালাজি গেস্ট হাউসে। পরের দিন শিলং থেকে সোহরা বেড়াতে যান নবদম্পতি। তারপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁদের। দীর্ঘ তল্লাশির পর ২ জুন নিখোঁজ রাজার নিথর দেহ মেলে ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে একটি ঝোপের ধারে। ঘটনাক্রমে এক সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ থেকে গ্রেফতার হয় রাজার স্ত্রী সোনম। পরে সোনমের প্রেমিক এবং তিন ভাড়াটে খুনি।