কলকাতা : শুরু হয়ে গিয়েছে অনলাইনে এসএসসির আবেদন প্রক্রিয়া। চাকরিহারা সকলকে পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার রাত দশটা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হয়। তাতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে এসএসসি সূত্রে।(SSC Vacancies)
Read More: ডিসেম্বেই কলকাতায় আসছেন মেসি! মহাতারকার সম্বর্ধনায় বর্ণাঢ্য আয়োজন ইডেনে
নবম-দশমের জন্য ২৩ হাজারের বেশি বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ তৈরি হয়েছে। রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে এসএসসি’কে এই শূন্যপদের সংখ্যা জানানো হয়। এই শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানের। ৪৩৫২টি শূন্যপদ ভৌতবিজ্ঞান এবং অঙ্কের জন্য ৩৯০১টি শূন্যপদ(SSC Vacancies) রয়েছে বলে জানিয়েছে সূত্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935287265930133611
প্রসঙ্গত, শীর্ষ আদালতের নির্দেশ মেনে চাকরিহারা শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসা বাধ্যতামূলক হয়ে উঠেছে। যার জন্য এসএসসি নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করে দিয়েছে। তবে নতুন করে ওবিসি সংরক্ষণের তালিকা এদিন কলকাতা হাই কোর্ট স্থগিত করে দেওয়ায় তার প্রভাব নিয়োগের ক্ষেত্রে পড়বে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি এসএসসি।




