প্রতিবেদন : এবার স্মার্টফোনের দুনিয়ায় পা রাখল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সংস্থা। জনপ্রিয় ‘অ্যাপেল’কে টক্কর দিতে বাজারে আনা হচ্ছে ‘ট্রাম্প মোবাইল’।(Trump Mobile) মোবাইল ফোন বিক্রির পাশাপাশি টেলিকম সেক্টরেও পা রাখতে চলেছে ট্রাম্পের পরিবার। গত সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প। তিনি জানান, এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ।
Read More: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে হামলা ইউক্রেনে! কিয়েভে আছড়ে পড়ল রাশিয়ার ড্রোন-মিসাইল
‘মেক আমেরিকা ফার্স্ট এগেন’, এই নীতিকে ভিত্তি করেই প্রতিটি ট্রাম্প মোবাইল(Trump Mobile) তৈরি হবে আমেরিকায়। দেশের মাটিতেই তৈরি করা হবে কল সেন্টার। আমেরিকাবাসীর কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক ফোন। যার দামও হবে অত্যন্ত সস্তা। উন্নতমানের মোবাইল পরিষেবা-সহ এই ফোনের দাম পড়বে মাত্র ৪৯৯ ডলার। সাম্প্রতিক সময়ে মার্কিন টেক সংস্থা অ্যাপেলের সঙ্গে সংঘাত শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। অ্যাপেলকে ভারতে বাণিজ্য না করার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। অ্যাপেলকে টক্কর দিতে স্মার্টফোনের দুনিয়ায় ট্রাম্পের সংস্থার পা রাখাকে যথেষ্ট তাৎপর্যবাহী বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934940601679749578
প্রসঙ্গত, প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নামের পাশে রয়েছে শিল্পপতি তকমা। দেশ চালানোর পাশাপাশি তিনি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন। তবে আমেরিকার মসনদে বসার পর তাঁর ব্যবসা বাণিজ্য যেভাবে বেড়ে উঠেছে, তাতে সংশয় প্রকাশ করছেন বিরোধীরা। ২০২৪ অর্থবর্ষে নিজের আয়ের হিসেব প্রকাশ্যে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে দেখা যাচ্ছে, গত অর্থবর্ষে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন তিনি! এই আয়ের বেশিরভাগটাই এসেছে ক্রিপ্টোকারেন্সি থেকে। এছাড়াও গলফ ক্লাব, রিসর্টের ব্যবসায় রীতিমতো ফুলেফেঁপে উঠেছে তাঁর ভাঁড়ার। ব্যবসা পরিচালনার দায়িত্ব ট্রাম্প নিজের সন্তানদের হাতে দিলেও আয়ের সুবিধাভোগী এখনও ট্রাম্প নিজেই। আমেরিকার গণতন্ত্রের জন্য এই ঘটনা বিপদের সংকেতবাহী বলেই মনে করছে বিরোধী শিবির।




