প্রতিবেদন : এবার কি বিক্রি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? হঠাৎই শুরু হয়েছে এমন জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, হাতবদল হতে চলেছে
আরসিবি’র মালিকানা।(Ownership) সত্যিই কি বিক্রি হয়ে যাচ্ছে এই বহুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি? এবার সেই বিষয়ে মুখ খুলল আরসিবি কর্তৃপক্ষ।
Read More: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল! ইউনূসকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান লন্ডনে
বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। যারা মূলত মদ প্রস্তুতকারক সংস্থা। তবে দিয়াজিও সরাসরি নয়, ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবি’র মালিকানা সামলায়।(Ownership) সূত্রের খবর ছিল, ইতিমধ্যেই দিয়াজিও পুরো মালিকানা বিক্রির জন্য কথা বলতে শুরু করেছে। জানা যাচ্ছে, আরসিবি’র বাজারদর প্রায় ২ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার কোটি টাকার মতো।
এপ্রসঙ্গে ইউনাইটেড স্পিরিটসের বক্তব্য, “আরসিবি’র অংশীদারিত্ব বিক্রি নিয়ে বিভিন্ন খবর ঘুরছে। তবে কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে, এই ধরনের খবর অনুমান নির্ভর এবং কোম্পানি এই ধরনের কোনও আলোচনা চালাচ্ছে না।” বিষয়টি বম্বে স্টক এক্সচেঞ্জ ও বিসিই নজরদারি বিভাগকে জানিয়েছে তারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932748852819603819
উল্লেখ্য, এবছরই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। ১৭ বছর অপেক্ষার পর এসেছে প্রত্যাশিত ট্রফি। এর মধ্যে বিক্রির খবর প্রকাশ্যে আসতেই স্টক মার্কেটে ইউনাইটেড স্পিরিটের শেয়ার ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত পাঁচমাসে সর্বোচ্চ। সম্প্রতি আমেরিকায় শুল্ক বৃদ্ধির কারণে দিয়াজিও’র দামী মদের চাহিদা একেবারেই কমেছে। পাশাপাশি, ভারতের বিভিন্ন স্টেডিয়ামে মদ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে তৎপর ভারতের স্বাস্থ্যমন্ত্রক। এমনিতেও সরাসরি বিজ্ঞাপন বন্ধ। নরম পানীয়ের বিজ্ঞাপনেই প্রাধান্য দিতে হচ্ছে। ফলে বিক্রির খবরে শেয়ার বাজারে বাড়িয়ে নেওয়া বা দর যাচাই করে নেওয়াও তাদের একটা কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।




