লন্ডন: গত মঙ্গলবার লন্ডন সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মনম্মদ ইউনূস।(Yunus) বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে হাজির হয়েছেন তিনি। তবে লন্ডনের মাটিতে পা দিতেই বাংলাদেশের প্রবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হল মহম্মদ ইউনূসকে। তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান প্রবাসীদের। পাশাপাশি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে ইউনূসের সাক্ষাতও হচ্ছে না বলে মিলছে খবর।
Read More: সাও পাওলোয় সাম্বা জাদু, প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকা করল ব্রাজিল
লন্ডনের মাটিতে ইউনুস(Yunus) পা রাখার পরই বিক্ষোভে ফেটে পড়েন লন্ডনে বসবাসকারী বাংলাদেশিরা। মঙ্গলবার সকালে ইউনুসের হোটেলের বাইরে আওয়ামি লিগের ব্যানারে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ। ইউনুসকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশের মাটিতে চলতে থাকা নৃশংসতা মাস্টারমাইন্ড বলে আক্রমণ করা হয় মহম্মদ ইউনূসকে।
বিক্ষোভকারীদের অভিযোগ, শেখ হাসিনাকে দেশছাড়া করার পর গোটা বাংলাদেশে যে অরাজকতা, উগ্র মৌলবাদ ও হিংসার রাজত্ব চলছে তার জন্য দায়ী ইউনুসের প্রশাসন। বাংলাদেশের মাটিতে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শিকেয় তুলেছে এই মৌলবাদীরা। খোদ ইউনুস তাঁদের প্রশ্রয় দিচ্ছেন। বিক্ষোভকারীরা আরও অভিযোগ তুলেছেন, আততায়ীদের হামলায় মৃত্যুভয়ে যেসব নেতারা বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন তাঁদের বেছে বেছে মামলা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দ্রুত নির্বাচনের দাবির পাশাপাশি সেই নির্বাচনে আওয়ামি লিগকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা।
পাশাপাশি, লন্ডনের সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতের ইচ্ছে ছিল ইউনুসের। তবে জানা যাচ্ছে, সেই বৈঠকের সম্ভাবনা বাতিল হয়েছে। এমনকী ব্রিটেনে সরকারি সম্মান থেকেও বঞ্চিত হতে পারেন ইউনুস। যা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে অপমানজনক। সাধারণত কোনও রাষ্ট্রপ্রধান বিদেশ সফরে গেলে তাঁকে অভ্যর্থনা জানানো হয় সেই দেশের সরকারের তরফে। তবে ইউনুসের ক্ষেত্রে তার কোনওটাই হচ্ছে না।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932747302328021017
উল্লেখ্য, বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে গিয়েছেন ইউনুস। এই তারেক দীর্ঘদিন ধরে ব্রিটেনের বাসিন্দা। বাংলাদেশের জাতীয় নির্বাচন সংক্রান্ত জটিলতা ও দেশের অন্দরে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনার উদ্দেশেই ইউনুসের এই লন্ডন সফর।




