প্রতিবেদন : ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে এটি ছিল তাঁর দ্বিতীয় ম্যাচ। আর সেই ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেলেন কার্লো আনচেলোত্তি। সাও পাওলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026) জায়গা করে নিল সেলেকাও-বাহিনী।
Read More: তীব্র দাবদাহে অস্বস্তি বাড়ছে রাজ্যে! কবে বৃষ্টি জানাল হাওয়া অফিস
এদিন ব্রাজিলের হয়ে ভিনিসিয়াসের একমাত্র গোলে জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। কিন্তু এদিন যে ব্রাজিলকে দেখা গেল, তা অনেকটাই সপ্রতিভ। নিজেদের মধ্যে বোঝাপড়ার ছবিটাও অনেক স্পষ্ট। দ্রুত গতির কাউন্টার অ্যাটাক, বল দখলে রাখা, পাসিং, সবেতেই নজর কাড়লেন খেলোয়াড়রা। প্রথমার্ধের শেষে ভিনিসিয়াসের গোলও এল ঠিক সেভাবেই। ডানদিক থেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন ম্যাথিউস কুনহা। তাঁর পাস থেকে বল জালে জড়িয়ে দেন ভিনি।
এদিনের ম্যাচে ১১টি শট নেয়ে সেলেকাওরা। তার মধ্যে গোল লক্ষ্য করে ৪টি। বল পজেশন ছিল ৭৩ শতাংশ। কুনহা ছাড়াও রাফিনহা ও মার্টিনেলিকে এই ম্যাচে সুযোগ দিয়েছিল ব্রাজিল। এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট হল তাদের। বিশ্বকাপের(FIFA World Cup 2026) টিকিট পাকা করে ফেলল তারা। ব্রাজিলই একমাত্র দল, যারা এখনও পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932738621012128180




