প্রতিবেদন : আরও একটি আন্তর্জাতিক খেতাবের হাতছানি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে। ২০১৯-এর পর ফের উয়েফা নেশনস লিগের(Uefa Nations League) ফাইনালে উঠল পর্তুগাল। বুধবার রাতে প্রথম সেমিফাইনালে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। জয়সূচক গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো নিজেই। গত ২০১৯ সালে প্রথম বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল পর্তুগাল। চ্যাম্পিয়নও হয়েছিল। ছয় বছর পর আবার ট্রফির লড়াইয়ে নামবে তারা।
Read More: বৃহস্পতিতেও ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে! জানাল হাওয়া অফিস
এদিন মিউনিখে ঘরের মাঠে খেলতে নেমেছিল জার্মানি। খেলার প্রথমার্ধে রাশ ছিল তাদের হাতেই। একাধিক বার সুযোগ পেয়েও গোল করতে পারেনি জার্মানরা। পর্তুগালের জালে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক দিয়োগো কোস্তা। চার মিনিটের মাথায় লিয়ন গোরেৎজকার শট বাঁচান তিনি। এর পর কাছ থেকে নিক উল্টারমেডের শট আটকান। গোরেৎজকার আরও একটি শটও বাঁচিয়ে দেন কোস্তা।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় জার্মানি। জোশুয়া কিমিখের পাস থেকে হেডারে গোল করেন ফ্লোরিয়ান উইর্ৎজ। এরপর ৬৩ মিনিটের মাথায় একাই ৩৫ গজ দৌড়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন ফ্রান্সিসকো কনসিসাও। ঠিক পাঁচ মিনিট পর গোল করেন রোনাল্ডো। বাঁ দিক থেকে আসা নুনো মেন্ডেসের পাস জালে ঠেলে দিতে ভুল করেননি তিনি।
ম্যাচে(Uefa Nations League) বাকি সময়ে দাপট দেখায় পর্তুগালই। তবে
সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল জার্মানি। করিম আদেয়েমির শট লাগে পোস্টে। এরপর জার্মান গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন ম্যাচের শেষ লগ্নে একটি দারুণ সেভ করেন। তা না হলে ৩-১ গোলে এগিয়ে যেত পর্তুগাল। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ২-১ ব্যবধানে। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930578454933815384
উল্লেখ্য, শেষ বার ২০০০ সালে জার্মানিকে হারিয়েছিল পর্তুগাল। ২৫ বছর পর আবার জিতল তারা। প্রথম বার জার্মানির মাটিতে তাদের হারাল পর্তুগিজ-বাহিনী। ২৫ বছর আগে সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সের্জিয়ো কনসিসাও। বুধবার জার্মানির বিরুদ্ধে গোল করলেন তাঁর ছেলে ফ্রান্সিসকো।
এদিন দলের পারফরম্যান্সে খুশি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। পাশাপাশি, রোনাল্ডোর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বলেছেন, “যারা রোজ উন্নতি করতে চায়, শক্তিশালী হয়ে চায়, সেরাটা দিতে চায় তাদের কাছে রোনাল্ডো একটা উদাহরণ। গোটা দলের মধ্যে ওর খিদে ছড়িয়ে দিয়েছে।” এদিন গোল করার পর উচ্ছ্বাসের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন সিআরসেভেন। “এগিয়ে চলো পর্তুগাল”, লিখেছেন তিনি।




