কলকাতা: মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির পরে গরমের অস্বস্তি কিছুটা কাটে। এর ফলে বুধেও তাপমাত্রা কমেছে অনেকখানি। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।(Weather Update) রাতে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি কমে গিয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা। খানিক রোদের মুখ দেখা গেলেও সন্ধ্যার পর থেকেই শহরে ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Read More: ছাব্বিশের নির্বাচনের আগে জোড়াফুলের শক্তিবৃদ্ধি, তৃণমূলে যোগ উত্তরবঙ্গের প্রবীণ কংগ্রেস নেতার
বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।(Weather Update) কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতিও হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
বৃহস্পতিবারও ঝড়বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বাকি জেলায় ঝড়ের প্রকোপ কম থাকলেও সব জেলাতেই কমবেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930198598290919776
বুধবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে। জলপাইগুড়িতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। ওই দুই জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিঙে।