বেঙ্গালুরু : আইসিসি বিশ্বকাপ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়া কাপ। বর্ডার-গাভাস্কার ট্রফি। খেলোয়াড় হিসেবে প্রায় সব খেতাবই জিতেছিলেন বিরাট কোহলি। বাকি ছিল কেবল আইপিএল। দীর্ঘ ১৮ বছর পর বুধবার রাতে এসেছে এই মাহেন্দ্রক্ষণ। পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।(IPL Trophy) জয়ের পর আবেগঘন হয়ে পড়েন বিরাট। কেঁদে ফেলেন। সাক্ষাৎকারে জানান, “শিশুর মতো ঘুমোব।” কিন্তু রাতভর উৎসবের মেজাজে ঘুম আর হল কই! বুধবার সকালেই ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেছেন বিরাট।
Read More: অবসরের পরই রাজনীতিতে প্রবেশ! বিচারপতিদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ চিফ জাস্টিস
মঙ্গলবার ফাইনালের শেষ বলের পরই কান্নায় ভেঙে পড়েন বিরাট। মেতে উঠলেন সতীর্থদের সঙ্গে। স্ত্রী অনুষ্কাকে জড়িয়ে ধরলেন। রবি শাস্ত্রীর কোলে উঠলেন। ডি’ভিলিয়ার্স, ক্রিস গেইলের সঙ্গে ভাসলেন স্মৃতিচারণ ও উদযাপনে। এদিন সকালে সতীর্থদের সঙ্গে ট্রফি-সহ ছবি দিয়ে তিনি লিখেছেন, (IPL Trophy)”এই দলটা স্বপ্নকে সত্যি করেছে। এই মরশুমটা কোনও দিন ভুলব না। গত দু’মাসের উত্থানপতন উপভোগ করেছে। এই ট্রফিটা সমর্থকদের জন্য, যারা কখনও আমাদের সঙ্গ ছাড়েনি। আর ট্রফিকে বলছি, তুমি আমাকে আঠারো বছর অপেক্ষা করিয়েছ। অবশেষে তোমার সঙ্গে আনন্দ করার সুযোগ পাচ্ছি বন্ধু। কিন্তু এই প্রতীক্ষাটা সত্যিই উপভোগ্য।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1930253732488323468
কেবল বিরাট নন, ম্যাচের পর প্রবল উল্লাসে ভেসেছেন আরসিবির ক্রিকেটার, কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, সাপোর্ট স্টাফ সক্কলে। ম্যাচের পর আরসিবির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে যে ভিডিও পোস্ট করা হয়, তাতে দেখা যায়, মহানন্দে নাচছেন অধিনায়ক রজত পাতিদার। ভাংড়া নাচছেন বিরাট-কার্তিক। জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়াদের নাচও থামছে না। রাস্তায় নেমে এসেছে পুরো বেঙ্গালুরু শহর। বুধবার ৫টা থেকেই শুরু হয়েছে ‘ভিকট্রি প্যারেড’।




