কলকাতা : তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের বর্ষীয়ান কংগ্রেস নেতা শংকর মালাকার।(Shankar Malakar) এদিন তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল তাঁর যোগদান পর্ব। তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন কংগ্রেসত্যাগী শংকর মালাকার। জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে মুগ্ধ হয়েই তৃণমূলে যোগ দিলেন তিনি।
Read More: বাংলা সহ পূর্ব ভারতে নাশকতার ব্লুপ্রিন্ট! জঙ্গিদের ছক বানচাল করল গোয়েন্দারা
যোগদানের পর শংকর মালাকার(Shankar Malakar) জানান “মুখ্যমন্ত্রীর উন্নয়ন উন্মাদনায় আপ্লুত। বিরোধী দলের বিধায়ক থেকে উন্নয়ন করতে পারিনি। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে উত্তরবঙ্গের উন্নয়ন করছেন, তাতে আমি মুগ্ধ। তাই এই তৃণমূলে যোগদান করছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1930208353038311863
উল্লেখ্য, শংকর মালাকারের রাজনীতিতে প্রবেশ ঘটেছিল কংগ্রেসের হাত ধরেই। উত্তরবঙ্গে মাটিগাড়া নকশালবাড়ি এলাকার বিধায়ক ছিলেন তিনি। ২০১১ থেকে ২০২১, টানা দশ বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। ছাব্বিশ ভোটের আগে শংকর মালাকার শিবির বদল করতে পারেন, এমন জল্পনা ছড়িয়েছিল। সেটিই সত্যি হল আজ। আগামী বিধানসভা নির্বাচনে মাটিগাড়া-নকশালবাড়ি আসনে তাঁকে প্রার্থী করতে পারে ঘাসফুল শিবির, শোনা যাচ্ছে এমনটাই।