বেঙ্গালুরু : অবশেষে ‘শাপমুক্তি’। দীর্ঘ ১৮ পরে আইপিএল খেতাব(IPL Champion)এসেছে আরসিবির ট্রফি ক্যাবিনেটে। সেই সাফল্যের উদযাপনেই সারা কর্ণাটকজুড়ে এখন উৎসবের আবহ। আজ, বুধবারই কর্ণাটকে ফিরতে চলেছে আইপিএল চ্যাম্পিয়নরা। তারপর বিধান সৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করবে গোটা দল। সেখান থেকে বিজয় শোভাযাত্রা করে চিন্নাস্বামী স্টেডিয়ামে যাবেন রজত পাতিদার, বিরাট কোহলিরা। আরসিবির জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে স্টেডিয়ামেও।
Read More: জয়শংকরের ডাকা বৈঠকে কেন থাকবেন না! কলকাতায় ফিরেই জানালেন অভিষেক
এবছর আইপিল চ্যাম্পিয়ন(IPL Champion)হলে আরসিবি ভক্তদের উৎসবের দিন ঘোষণা করা হোক, এই মর্মে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে আগেই চিঠি লিখেছিল ফ্যানেরা। চিঠিতে ওই ভক্ত কর্ণাটক সরকারকে লিখেছিলেন, একদিনের ছুটি ঘোষণা করা হোক। যেটা প্রত্যেক বছর পালন করা হবে। তবে ছুটি ঘোষণা নিয়ে সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কন্নড় ভাষায় দীর্ঘ পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তাঁর কথায়, “বিরাট কোহলির ১৮ বছরের আনুগত্য, অধ্যবসায়ের প্রমাণ আরসিবির জয়। আজকের দিনটা ইতিহাসের।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1930166815629385878?s=19
ছুটি ঘোষিত না হলেও বুধবার আরসিবির জন্য জৌলুসময় সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে কর্নাটকে। জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ হ্যাল বিমানবন্দরে নামবেন রজত পাতিদাররা। সেখান থেকে বিকেল চারটে নাগাদ তাঁরা পৌঁছবেন কর্ণাটকের বিধান সৌধে। চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেখানে সাক্ষাৎ করবেন সিদ্দারামাইয়া। সম্মান জানানো হবে গোটা দলকে। বিকেল পাঁচটা পর্যন্ত সম্ভবত বিধান সৌধে থাকবেন বিরাটরা। সেখান থেকে চিন্নাস্বামীর দিকে রওনা দেবেন। ট্রফি নিয়ে হুডখোলা বাসে চেপে যাবে আরসিবি দল। স্টেডিয়ামে পৌঁছনোর পরেও নতুন করে জয়ের উদযাপনে মাতবেন আরসিবি তারকারা। ট্রাফিক সামলাতে ইতিমধ্যেই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফে।