প্রতিবেদন : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই আইপিএল ফাইনাল।(IPL Final)শিরোপার লড়াইয়ে যুযুধান দুই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বহু বছর পর নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল। ফাইনাল নিয়ে তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা। জোর চর্চা চলছে বিশ্লেষকমহলেও। রজত পাতিদার ও শ্রেয়স আয়ার — দুই অধিনায়কের মধ্যে কে হাসবেন শেষ হাসি? আপাতত সেদিকেই তাকিয়ে সবাই।
Read: পাক-বন্ধুকে আর বরদাস্ত নয়! তুরস্কের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল এয়ার ইন্ডিয়ার
এবছর আইপিএলের ১৮তম মরসুম শুরুর আগে রজত পাতিদারকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এহেন সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। কারণ, এর আগে ঘরোয়া ক্রিকেটে শুধু মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করেছেন রজত। তাই তাঁর পক্ষে আরসিবির মতো জনপ্রিয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্বে দেওয়া করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। আর সেই সন্দেহ দূর করে দিয়েছেন রজত। প্রথম বার অধিনায়কত্ব করতে নেমেই দলকে তুলেছেন ফাইনালে।
যদিও মাঝে আঙুলে চোট পাওয়ায় ফর্মে খানিক বিঘ্ন ঘটেছে রজতের। সমস্ত ম্যাচ খেলতেও পারেননি। কিন্তু তাঁর রণকৌশল, ফিল্ড প্লেসিং, চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা, বোলিং চেঞ্জ, সবই প্রশংসা পেয়েছে ক্রিকেটবোদ্ধাদের। আরসিবি টিম মেন্টর দীনেশ কার্তিক বলে দিয়েছেন যে, রজতকে দেখে তিনি মুগ্ধ। কারণ, তাঁর সারল্য। তিনি নেতৃত্ব পাওয়ার আগে যেমন ছিলেন, নেতা হওয়ার পরেও তাই। তাঁর দিকে চেয়ে দীর্ঘ ১৮ বছরের ট্রফির খরা কাটার স্বপ্নে বিভোর আরসিবি সমর্থকরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1929616421698342930?s=19
অন্যদিকে, গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করে এবার পাঞ্জাব কিংসকেও ফাইনালে নিয়ে গিয়েছেন ‘ক্যাপ্টেন’ শ্রেয়স। মেগা নিলামের আগে তাঁকে ‘রিটেইন’ করেনি কেকেআর। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। অকশনে শ্রেয়সকে ২৬ কোটিরও বেশি টাকা দিয়ে কিনে নেয় প্রীতি জিন্টার দল। নতুন ফ্যাঞ্জাইজিতেও নেতৃত্বভার সমান দক্ষতায় সামলেছেন শ্রেয়স। প্রাক্তন দল দিল্লি (২০২০) ও কলকাতার (২০২৪) মতো পাঞ্জাবকেও পৌঁছে দিয়েছেন ফাইনালে। দেখাচ্ছেন প্রথম খেতাব জয়ের স্বপ্ন। আসলে নেতা হিসেবে শ্রেয়স ভীষণই ডাকাবুকো। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। যাকে বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে চাপের মুখে বিধ্বংসী ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালের টিকিট পাকা করেছিলেন।
বলাই বাহুল্য, মঙ্গলবার আইপিএল ফাইনালে(IPL Final)অধিনায়ক শ্রেয়সই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে চলেছেন আরসিবির। তবে নির্ধারক ম্যাচে সবকিছু ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্নায়ুর চাপ সামলানোর দক্ষতা। অধিনায়ক শ্রেয়স ইতিমধ্যেই দু’টো আইপিএল ফাইনাল খেলে ফেলেছেন। জিতেছেন একবার। অন্যদিকে, আরসিবির মতো ফ্যাঞ্চাইজির ফ্যানবেসের চাপ সামলে দলকে ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দিয়েছেন রজত। দলকে নিয়ে গিয়েছেন ফাইনালে। খেতাবি লড়াইয়ে শেষপর্যন্ত বাজিমাত করবেন কে? তা অবশ্য সময়ই বলবে।