প্রতিবেদন : মঙ্গলবার আহমেদাবাদে হতে চলেছে আইপিএল ফাইনাল। বিসিসিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল, মেগা টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে সম্মান জানানো হবে ভারতীয় সেনার তিন বাহিনীর বীরত্ব এবং শৌর্যকে। ফাইনালের আগের দিন জানা গেল, সমাপ্তি অনুষ্ঠানে(Closing Ceremony) পারফর্ম করবেন শঙ্কর মহাদেবন। গানের মাধ্যমে তিন বাহিনীকে সম্মান জানাবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার।
Read More: যুযুধান লড়াইয়ে কারা পাবে খেতাবের স্বাদ! আইপিএল ফাইনাল ঘিরে তুঙ্গে উত্তেজনা
এর আগে ভারতীয় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, “আমরা ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার এবং যোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছি আহমেদাবাদে আইপিএল ফাইনালের দিন। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য উদযাপনে। ভারতীয় বোর্ড দেশের সেনাবাহিনীর দুর্জয় সাহস, নিঃস্বার্থ সেবাকে সম্মান জানাচ্ছে। আর সেই কারণে বোর্ড ঠিক করেছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান(Closing Ceremony) আমরা দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করব। আমাদের দেশনায়ক যাঁরা, তাঁদের সম্মানিত করব। ক্রিকেট আমাদের দেশে এক আবেগের বিষয়। কিন্তু সবার আগে দেশ। দেশের সার্বভৌমত্ব। দেশের নিরাপত্তা।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1929801210460065963
ভারত-পাক সংঘাতের আবহে দিনদশেক বন্ধ থাকার পর ফের শুরু হয় আইপিএল। ফাইনালের দিন আহমেদাবাদ স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, এবং ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকে। তাঁদের সম্মান জানিয়েই ফাইনালের আগে সঙ্গীত পরিবেশন করবেন শঙ্কর মহাদেবন। দেশপ্রেমের আবহেই সম্পন্ন হবে সমাপ্তি অনুষ্ঠান।আইপিএল ফাইনালের খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। তার আগে সন্ধে ৬টা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে সরাসরি অনুষ্ঠান দেখা যাবে। পাশাপাশি তা সম্প্রচারিত হবে জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটেও।