কলকাতা : দেশজুড়ে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। কেরল, মহারাষ্ট্র, দিল্লির অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। আর এবার বাংলাতেও সংক্রমণের থাবা চওড়া করল এই ভাইরাস। প্রাণ গেল এক মহিলার।(Covid19 Death) চলতি বছরে করোনায় রাজ্যে মৃত্যুর ঘটনা এই প্রথম। যা স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে দুশ্চিন্তা।
Read More: ‘বিরাটের জন্যই ট্রফি জিততে চাই’, আইপিএল ফাইনালের আগে আত্মবিশ্বাসী রজত
দেশে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৪০০০ পেরিয়েছে। বাংলায় আক্রান্তের সংখ্যা ৪০০-এর কাছাকাছি। তাঁদের মধ্যেই ছিলেন কলকাতার ৪৩ বছর বয়সী এই মহিলা। প্রথমে প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবশেষে মৃত্যু হয় তাঁর।(Covid19 Death) বিষয়টি নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। এপ্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছন, উক্ত মহিলার হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1929823509351375223
প্রসঙ্গত, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই কেন্দ্র ও রাজ্যের তরফে আমজনতাকে সচেতন করা হয়েছে। আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে বারবার। বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। নিজেরা সতর্ক থাকলে এই রোগের মোকাবিলা করা একেবারেই কঠিন নয়, এমনই জানিয়েছেন চিকিৎসকরা।