প্রতিবেদন : আরও একবার বাজিমাত করলেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় কিশোর দাবাড়ু গুকেশ ডোম্মারাজু। নরওয়ে ওপেনে হারালেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে। নাটকীয় ভাবে জয় ছিনিয়ে নিলেন তিনি। প্রথম দিন গুকেশকে মাত্র ৫৫ দানে হারিয়ে দিয়েছিলেন কার্লসেন। কিন্তু ষষ্ঠ রাউন্ডে হেরে গেলেন তিনি।
খেলার শুরুতে যদিও সমানে সমানে লড়াই চলছিল। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন গুকেশ। চাপ বাড়াচ্ছিলেন কার্লসেন। ঠান্ডা মাথায় তার মোকাবিলা করছিলেন গুকেশ। এরপর ক্লাসিক্যাল নিজের দানের ভুলেই বিপাকে পড়েন কার্লসেন। শেষপর্যন্ত জিততে পারেননি। হারের পর চরম বিরক্তি প্রকাশ করে ৬৪ খোপের বোর্ডের উপরই এক ঘুষি মেরে বসলেন! সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, এই দিনটি ভারতীয় দাবার জন্য নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। অর্জুন এরিগাইসি চিনা গ্র্যান্ডমাস্টার ওয়েই ইয়িকে পরাজিত করেছিলেন। আর এবার গুকেশের মগজাস্ত্রে মাত হলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেন।