প্রতিবেদন : নতুন মরসুম শুরুর আগেই ফের সুখবর এল রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য। ইংরেজ রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে(Trent Alexander-Arnold) দলে ভেড়াল স্পেনের ‘জায়ান্ট’ ক্লাবটি। ট্রেন্টের সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন অবধি চুক্তি সম্পন্ন হয়েছে তাদের। লিভারপুলের সঙ্গে এবছরই চুক্তি শেষ হয়ে আসছিল ২৬ বছর বয়সী ফুলব্যাকের। ট্রেন্টকে আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলাতে আগ্রহী রিয়াল। তাই আগাম ফি দিয়ে আগেভাগেই তাঁকে দলে নিল ১৫ বারের ইউসিএল জয়ী ক্লাব। শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে রিয়াল।
Read More: সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে গিয়ে বিএসএফের হাতে গ্রেফতার আরও এক পাক অনুপ্রবেশকারী
প্রাক্তন ক্লাব লিভারপুলের হয়ে মোট ৩৭৩টি ম্যাচ খেলেছেন ট্রেন্ট।(Trent Alexander-Arnold) করেছেন ২৭টি গোল। অ্যাসিস্ট ৯৬টি। জিতেছেন মোটে নয়টি খেতাব। সেই তালিকায় রয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি ইউরোপীয় সুপার কাপ, দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ এবং একটি এফএ কমিউনিটি শিল্ড। আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন দুটি বিশ্বকাপ (২০১৮, ২০২২) এবং একটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২৪)।
পাশাপাশি, একবার (২০২০) ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড ১১, দুবার (২০১৮/১৯ এবং ২০২১/২২) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল এবং তিনবার (২০১৮/১৯, ২০১৯/২০ এবং ২০২১/২২) প্রিমিয়ার লিগের বর্ষসেরা দলে ছিলেন ট্রেন্ট। ২০১৯/২০ সালে প্রিমিয়ার লিগের তরুণ খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928423812485275652
উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। সেই প্রতিযোগিতাতেই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেখা যাবে ট্রেন্টকে। তিনি আসায় স্বাভাবিকভাবেই শক্তিশালী হতে চলেছে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ। পাশাপাশি তাঁর প্রতিআক্রমণ, ফ্রি কিক, নির্ভুল লম্বা পাস দেওয়ার দক্ষতাও সুপরিচিত ফুটবলমহলে। রিয়াল মাদ্রিদে খেলা সপ্তম ইংরেজ ফুটবলার হতে চলেছেন তিনি। এর আগে এই ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলেছেন ৬ ‘ইংলিশম্যান’। তাঁরা হলেন লরি কানিংহ্যাম, স্টিভ ম্যাকমানাম্যান, ডেভিড বেকহ্যাম, মাইকেল ওয়েন, জোনাথন উডগেট, জুড বেলিংহ্যাম।