নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পরে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের নাজেহাল অবস্থা হয়৷ তবে পাকিস্তান ড্রোন হামলাও চালাতে থাকে৷ ভারত তা প্রতিহত করতে বেশিরভাগই সক্ষম হলেও পাক হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটাই। এই আবহে সীমান্ত এখনও নিরাপদ নয়৷ সেই কারণেই ফের মক ড্রিলের(Mock Drill) সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সীমান্ত লাগোয়া এলাকায় মকড্রিলের নির্দেশ দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। তবে আপাতত সেই মক ড্রিল স্থগিত রাখা হল বলে জানা গিয়েছে।
Read More: পোস্টারে দলবদলু বিধায়কের নাম! মোদীর বাংলা সফরের আগেই ঘোর অস্বস্তিতে বঙ্গ বিজেপি
ভারত-পাক ‘উত্তেজনা’র মাঝে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আবারও মক ড্রিল(Mock Drill) হবে। নামকরণ করা হয়েছিল, ‘অপারেশন শিল্ড’। বৃহস্পতিবার সন্ধ্যায় অসামরিক মহড়ার আয়োজন করা হয়েছিল রাজস্থান, গুজরাট, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও জম্মু-কাশ্মীরে। তবে তা আপাতত ‘স্থগিত’ করা হয়েছে। আবার, পাঞ্জাব সরকার জানিয়েছে, আগামী ৩ জুন ওই রাজ্যে মক ড্রিল ও ব্ল্যাক আউট করা হবে। বাকি রাজ্যে কবে হবে মহড়া, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928035203802435666
এর আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ৭ মে দেশের ২৪৪টি জায়গায় আসামরিক মহড়া করবে। তবে ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। আঘাত হানা হয় পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে। পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতের সীমান্তবর্তী এলাকায়। চার দিন ধরে চলার পরে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়। তারপরে ফের বৃহস্পতিবার মহড়া হওয়ার কথা ছিল।আপাতত তা স্থগিত রাখা হচ্ছে।