প্রতিবেদন : টেস্ট ফরম্যাট থেকে সদ্যই অবসর নিয়েছেন বিরাট কোহলি। আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে কে হবেন টিম ইন্ডিয়ায় নতুন ‘নাম্বার ফোর’? অনেকের মতে, অধিনায়ক শুভমন গিলের চার নম্বরে ব্যাট করা উচিত। কেউ বলছেন, চার নম্বরে নামুন অভিজ্ঞ লোকেশ রাহুলই। কিন্তু সুনীল গাভাস্করের বাজি অন্য একজনের উপর। ভারতের কিংবদন্তি ওপেনার চাইছেন, বিরাটের জায়গায় ব্যাট করা উচিত করুণ নায়ারের।(Karun Nair)
Read More: ‘এখন আমাকে সারা বিশ্ব চেনে!’ পাকিস্তানের সভা থেকে হুঙ্কার পহেলগাঁও হামলার মূলচক্রীর
আগামী ২২ জুন থেকে শুরু ভারতের ইংল্যান্ড সফর। পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। সেই দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। রোহিত শর্মা অবসর নেওয়ার পর ভারতীয় দলের টেস্ট অধিনায়ক করা হয়েছে তাঁকে। পাশাপাশি অবসর নিয়েছেন বিরাটও। দলের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। গাভাস্করের মতে, সেই অভাব পূরণ করা সহজ নয়।
সানির কথায়, “কোহলির জায়গা নেওয়া সহজ নয়। এক বার করুণ(Karun Nair) নিজেই ক্রিকেটের কাছে সুযোগ চেয়েছিল (সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন করুণ)। এ বার যখন সুযোগ পেয়েছে, দেখা যাক কী করে। এক সময় রোহিতও টেস্ট দলে জায়গা পেত না। সেখান থেকে ও দলের অধিনায়ক হয়। করুণ যদি সুযোগ কাজে লাগাতে পারে তা হলে ভারতীয় ক্রিকেটে আবার একটা ইতিহাস তৈরি হতে পারে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1928062363627921688
উল্লেখ্য, বিগত ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩০৩ রান করে নজর কেড়েছিলেন করুণ। কিন্তু তার পর আর সে ভাবে রান পাননি। ফলে দল থেকে বাদ পড়েন। আট বছর পর আবার ভারতীয় দলে ফিরলেন কর্ণাটকের ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে আসছেন ৩৩ বছরের করুণ। গাভাস্করের মতে, তাঁকেই চার নম্বরে খেলানো উচিত। “দ্বিতীয় ভারতীয় হিসাবে টেস্টে ত্রিশতরান করেছিল করুণ। ২০১৮ সালে দলে থাকলেও খেলানো হয়নি। সে বার পৃথ্বী শ, হনুমা বিহারীদের সিরিজের মাঝপথে দলে নেওয়া হয়েছিল। বিহারীর অভিষেক হয়েছিল সেই সিরিজে, কিন্তু করুণকে সুযোগ দেওয়া হয়নি। এ বার যখন সুযোগ পাওয়া গিয়েছে, তখন ওকেই চার নম্বরে খেলানো উচিত”, বক্তব্য তাঁর।




