প্রতিবেদন : নেই বিন্দুমাত্র পরিবর্তন। সন্ত্রাসে পাকিস্তানের মদত রয়ে গিয়েছে একইরকম। বুধবার সে দেশে প্রকাশ্যে ভারত-বিরোধী সভার আয়োজন করল পহেলগাঁও হামলার মূলচক্রী(Pahalgam Mastermind)লস্কর কমান্ডার সৈফুল্লা কাসুরি। পাশাপাশি সগর্বে সে ঘোষণা করল, ‘এখন আমাকে গোটা বিশ্ব চেনে!’
Read More: ‘আপনাদের দুর্নীতি অনেক বেশি’, মোদীর ‘৫ সংকট’-এর পাল্টা জবাব মমতার
পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা বার্ষিকী ‘ইয়ুম-ই-তকবির’ উপলক্ষে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (পিএমএমএল) এই সভার আয়োজন করেছিল পাঞ্জাব প্রদেশের কাসুরে। সেখানেই ভারত-বিরোধী প্ররোচনামূলক বক্তৃতা দিতে দেখা গেল পহেলগাঁও হামলার মূলচক্রীকে।(Pahalgam Mastermind) এই সভায় উপস্থিত ছিল লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ছেলে তলহা সইদও। বক্তব্য রাখতে গিয়ে কাসুরি বলে, “আমাকে পহেলগাঁও হামলার মূলচক্রী বলে দোষ দেওয়া হচ্ছে, এখন আমার নাম গোটা পৃথিবীতে বিখ্যাত।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1928058469183053986
উক্ত সভায় বক্তব্য রাখলেন পাকিস্তানের একাধিক রাজনৈতিক নেতাও। ফলত পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠছে, তা বলাই বাহুল্য। ভারতের তদন্তকারীদের ধারণা, পহেলগাঁয়ের হামলার প্রধান সমন্বয়কের কাজ করেছিল লস্কর কমান্ডার কাসুরি। আড়াল থেকে সে-ই সাজিয়েছিল নিরস্ত্রদের উপর নৃশংস হামলার নীল নকশা।




