ঢাকা: বাংলাদেশে দ্রুত সাধারণ নির্বাচন চেয়ে সরব হয়েছে বিএনপির মতো দলগুলি। বুধবারই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে ঢাকায় সমাবেশ করে বিএনপি। সেখানে খালেদা পুত্র তথা বিএনপির অন্যতম শীর্ষনেতা তারেক রহমান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে বলে দাবি করেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ়-জ়ামানও সম্প্রতি একই সুরে বলেছেন জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। এবার এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় জানালেন অন্তর্বর্তী সরকারের(Interim Government) প্রধান মোহম্মদ ইউনূস।
Read More: গভীর নিম্নচাপের চোখরাঙানি, কতদিন চলবে বৃষ্টি! জানাল হাওয়া অফিস
সরকারি সফরে জাপানে গিয়েছেন ইউনূস। বুধবার সে দেশের রাজধানী টোকিয়োয় একটি অনুষ্ঠানে নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে। অবশ্য অন্তর্বর্তী সরকারের(Interim Government) তরফে আগেই এই সময়ের কথা জানানো হয়েছিল। গত সপ্তাহে রাজনৈতিক দলগুলির সঙ্গে ইউনূসের বৈঠকের পর তাঁর প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে।
এদিন ফের নির্বাচনী সংস্কারের কথা তুলে ইউনূস বলেন, “যদি সংস্কারের কাজ ধীর গতিতে চলে এবং কম ফলদায়ক হয়, তা হলে আমাদের বেশি সময় লাগবে। তবে এই দীর্ঘ সময় অন্তহীন হবে, এমন নয়। এটাকে (সংস্কার) ২০২৬ সালের জুন মাসের মধ্যে শেষ করতে হবে।” তিনি আরও বলেন, “যখন নির্বাচন হবে এবং নতুন সরকার প্রতিষ্ঠিত হবে, তখন আমরা তাদের দায়িত্ব ছেড়ে দেব।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1928040035133104253
শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর প্রভাব এবং প্রসারে দেশের বৃহত্তম দল বিএনপি। বুধবারই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে ঢাকায় সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সেখানেও তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে।”