কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi)আলিপুরদুয়ার সফর নিয়ে আলোচনা তুঙ্গে। পদ্ম শিবিরের এহেন মুখ্য দিনে উত্তরবঙ্গ সফরে নেই দিলীপ ঘোষ। এবার তা নিয়েই জলঘোলা হচ্ছে বঙ্গ রাজনীতিতে। দিলীপ ঘোষ কেন ডাক পেলেন না? রাজ্য বিজেপি নেতারা কি তাঁকে ব্রাত্য করতে চাইছেন? বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এ নিয়েই মন্তব্য করলেন দিলীপ।
Read More: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখদেব সিং ধিন্দসা, দেশীয় রাজনীতিতে শোকের আবহ
দিলীপের দাবি, “উত্তরবঙ্গের কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবে। কলকাতা যখন আসবে আমরা থাকব। যাঁরা পদাধিকারী আছে, তাঁদের প্রোটোকল থাকে, তাঁদের থাকতে হয় প্রধানমন্ত্রী(Narendra Modi)সঙ্গে।” একইসঙ্গে তাঁর ‘আক্ষেপ’, “আমি কোনও পদাধিকারী নই। আমি সাধারণ কর্মী। এখানে যখন আসবেন তখন যাব।”
দলের রাজ্য নেতারা কি দিলীপ ঘোষকে ব্রাত্য করতে চাইছে? প্রশ্নের জবাবে নিজস্ব মেজাজে ব্যাট চালান দিলীপ। বলেন, “কে করল, কে করল না, তাতে কিছু যায় আসে না। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি।” তাঁর আরও সংযোজন, “দল আমাকেও মর্যাদা দিয়েছে, পদ দিয়েছে। নির্বাচন শেষ হয়েছে সাংবিধানিক পদ্ধতিতে গোটা দেশে কমিটি তৈরি হচ্ছে। নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে কাজ হবে। আবার পার্টি যদি আমায় দায়িত্ব দেয় তাহলে দায়িত্ব পালন করব।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1928000211441303564?s=19
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল দিলীপের। চব্বিশের লোকসভা নির্বাচনে আসন বদলের পর সেই দূরত্ব আরও বাড়ে। এরপর তাঁর বিয়ে এবং দিঘার জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে আড্ডা মারতে দেখা যায় তাঁকে, এর ফলে ফাটল আরও চওড়া হয়েছে। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে সস্ত্রীক দিলীপ ঘোষকে। এরপর প্রধানমন্ত্রীর সফরে তার ডাক না পাওয়া অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে৷ তবে দিলীপ ঘোষে পদের দোহাই দিয়ে যতই বিষয়টিতে হালকা করার চেষ্টা করুন না কেন, দলের অন্দরেই অন্য় সুর শোনা যাচ্ছে।