কলকাতা : চলতি বছরের ফেব্রুয়ারিতেই বাইশ গজকে বিদায় জানিয়েছেন তিনি।(Wriddhiman Saha )তবে ক্রিকেট থেকে পুরোপুরি ছুটি যে মোটেই নিচ্ছেন না তিনি, তা স্পষ্ট করে দিয়েছিলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা। অবসর নেওয়ার পরই ঠিক করেছিলেন, কোচিংয়ের সঙ্গে যুক্ত হবেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে সহকারী কোচ হবার প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ঋদ্ধি। কারণ আইপিএল দিয়ে কোচিং কেরিয়ার শুরু করতে চাইছিলেন না তিনি। তাঁর ইচ্ছা ছিল, ধাপে ধাপে এগোনো। আর সবকিছু ঠিকঠাক চললে, আগামী মরশুমে বাংলার অনূর্ধ্ব-২৩ টিমের কোচ হতে চলেছেন ঋদ্ধিমান সাহা।
Read More: কেন প্রয়োজন সংসদের বিশেষ অধিবেশন! ব্যাখ্যা দিল তৃণমূল
সিএবি কর্তাদের সঙ্গে এনিয়ে একপ্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে ঋদ্ধির(Wriddhiman Saha), সূত্র মারফত জানা গিয়েছে এমনটাই। সেখানেই সিএবি কর্তারা ঋদ্ধিকে অনূর্ধ্ব তেইশ টিমের কোচ হওয়ার প্রস্তাব দেন। সিএবি সূত্রের খবর, সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছেন ঋদ্ধি। সরকারি ঘোষণাও হয়তো করে দেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যেই।

প্রসঙ্গত, ক্লাব ক্রিকেট চলাকালীন ঋদ্ধি মাঝেমধ্যেই বিভিন্ন মাঠে গিয়ে ম্যাচ দেখতেন। কোন ক্রিকেটার কীরকম পারফর্ম করছেন, নজর রাখতেন। তখন থেকেই একরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শোনা যাচ্ছিল, কোচিংয়ের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি। পাশাপাশি ঋদ্ধির লক্ষ্য, বাংলা থেকে আরও নতুন প্রতিভা তুলে নিয়ে আসা। যার জন্য বিভিন্ন জেলাতেও ঘুরেছেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ঋদ্ধি। ফিরে এসেই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে মেন্টরের কাজ শুরু করবেন। তারপরই হয়তো নেমে পড়বেন বাংলার অনূর্ধ্ব-২৩ টিম নিয়ে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927707677548749298