মুম্বই : আরও একবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে।(Mumbai Airport)মঙ্গলবার দুপুরে এক উড়ো ফোনে এল এয়ারপোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি! নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে বিমানবন্দর। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। ঘটনায় ইতিমধ্যেই এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এমনই জানিয়েছে সূত্র।
Read More:জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাজ্ঞাপন মমতার, একটি বাক্যেই দায় সারলেন মোদী
এদিন দুপুরে মুম্বই পুলিশের কাছে একটি হুমকি ফোন আসে। বলা হয়, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর।(Mumbai Airport)মৃত্যু হতে পারে বহু মানুষের।” তারপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বোম্ব স্কোয়াড। বর্তমানে তারা সেখানে তদন্ত চালাচ্ছে। কিন্তু কে এই হুমকি-বার্তা পাঠাল, তা এখনও পরিষ্কার নয়। তবে পুলিশ এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বিমানবন্দরে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927317915189023196?s=19
উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বইয়ের বিলাসবহুল তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। মুম্বই পুলিশ সূত্রে জানা যায়, হুমকি ইমেল মারফত বিমানবন্দর ও তাজ হোটেলকে আইইডি বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ করা হবে বলেও ইমেলে উল্লেখ করা হয়। তারপরই পুলিশের তরফ থেকে বাড়তি সর্তকতা নেওয়া হয়। তবে তল্লাশি চালানোর পরেও শেষ পর্যন্ত কিছু মেলেনি সেইবার।