বিধাননগর : ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের হুমকি ইমেল(Threat Mail)এল রাজ্য স্বাস্থ্যভবনে! ছড়াল বোমাতঙ্ক। বিকেল পাঁচটা নাগাদ বিস্ফোরণ ঘটবে বলে ইমেলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরই স্বাস্থ্যভবনে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চলছে জোরকদমে।
Read More: দুর্নীতি ফাঁসের ভয়ে ওড়িশায় সাংবাদিককে বেধড়ক মার! প্রকাশ্যে ভিডিও
এদিন হুমকি ইমেল(Threat Mail)পাওয়ার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় বিধাননগর থানায়। খবর যায় বম্ব স্কোয়াডেও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তল্লাশি। নিয়ে আসা হয়েছে পুলিশি কুকুর। এখনও তল্লাশি চলছে। তবে বোমা জাতীয় এখন কিছু মেলেনি বলেই খবর। বম্ব স্কোয়াড তল্লাশি চালানোর পাশাপাশি, ওই ইমেল কে পাঠাল তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927292167770259922?s=19
উল্লেখ্য, সোমবার সকালেও হুমকি ইমেল এসেছিল স্বাস্থ্যভবনে। সেখানে বলা হয়, ৪টি আইইডি দিয়ে ৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে। খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড এসে পুরো এলাকায় তল্লাশি শুরু করে। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি ভুয়ো ইমেল আইডি থেকে ওই ইমেলটি করা হয়েছিল। তার এক দিন পরেই ফের স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকিতে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক।




