প্রতিবেদন : সবকিছু নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু অফিসিয়াল বিবৃতি। প্রহর গুনছিল ভক্তকুল। রবিবার সেই অপেক্ষায় এল ইতি। নতুন কোচ হিসাবে জাবি আলোন্সোর(Xavi Alonso )নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। আগামী তিন বছরের জন্য কোচ হিসাবে তাঁকে নিয়োগ করল স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব। ২০২৮-এর ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হলেন জাবি। ১ জুন থেকে দায়িত্ব নেবেন তিনি। রিয়ালের কোচ হিসাবে ক্লাব বিশ্বকাপই তাঁর প্রথম টুর্নামেন্ট হতে চলেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বাগত জানাল ক্লাব। ইতিমধ্যেই জাবির হাতে রিয়ালের জার্সি তুলে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
Read More: ‘ডগ স্কোয়াড’ শক্তিশালী করতে বিভিন্ন ব্রিডের সারমেয়! নয়া পদক্ষেপ লালবাজারে
গত শনিবার রিয়ালের কোচ হিসাবে শেষ ম্যাচ ছিল কার্লো আনচেলোত্তির। তাঁকে ক্লাবের তরফে সংবর্ধনা দেওয়া হয়। রিয়াল-পর্ব সেরে এবার ব্রাজিলের জাতীয় ফুটবল দলকে কোচিং করাবেন কার্লো। আর রিয়ালের দায়িত্ব পেতে চলেছেন জাবি।(Xavi Alonso )তিনি আদতে রিয়ালের ‘ঘরের ছেলে’ই। একদা ক্লাবের হয়ে খেলেছেন। কোচিং করিয়েছেন ক্লাবের জুনিয়র দলকেও। অফিসিয়াল বিবৃতিতে তাঁকে কিংবদন্তি এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে উল্লেখ করেছে রিয়াল।

স্পেনের ‘জায়ান্ট’ ক্লাবটির হয়ে ২০০৯-২০১৪ পর্যন্ত ২৩৬টি ম্যাচ খেলেছেন জাবি। ছ’টি ট্রফি জিতেছেন। তার মধ্যে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ইউরোপীয় সুপার কাপ, একটি লা লিগা, দু’টি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ রয়েছে। স্পেনের হয়ে জাবি ১১৩টি ম্যাচ খেলেছেন। একটি বিশ্বকাপ এবং দু’টি ইউরো কাপ জিতেছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927004205325095128?s=19
উল্লেখ্য, ম্যানেজার হিসেবেও যথেষ্ট সফল জাবি। ২০১৮-১৯ মরসুমে রিয়ালের অনূর্ধ্ব-১২ দলের দায়িত্বে ছিলেন। সেই দলকে জিতিয়েছেন দু’টি ট্রফি। এরপর কোচিং করিয়েছেন রিয়াল সোশিয়েদাদের বি দলকেও। তবে জাবির কোচিং কেরিয়ার বাড়তি মাত্রা পায় বায়ার লেভারকুসেনে আসার পর। জার্মান ক্লাবটিকে গত তিন বছরে তিনটি ট্রফি (বুন্দেশলিগা, জার্মান কাপ এবং জার্মান সুপার কাপ) জিতিয়েছেন তিনি। তাঁর প্রশিক্ষণেই ২০২৩-২৪ মরসুমে প্রথমবারের মতো বুন্দেশলিগা জেতে লেভারকুসেন। সারা মরসুম জুড়ে টানা ৫১টি ম্যাচে অপরাজিত ছিল তারা। এরপরই জাবির ভূয়সী প্রশংসায় মুখর হন ফুটবল বিশেষজ্ঞরা। এবার রিয়ালে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।