কলকাতা : আজ ১১ জ্যৈষ্ঠ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী।(Najrul Birth Anniversary)সাম্প্রতিক কালে দেশজুড়ে যেভাবে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক হিংসা ও বিদ্বেষের আবহ, সে সময়ে দাঁড়িয়ে কবির লেখা অমোঘ দুই পংক্তি, ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু, মুসলমান / মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ’ যেন আরও বেশি তাৎপর্যবাহী হয়ে উঠেছে মানুষের কাছে। বিশেষ এই দিনটিতে কবির রচিত সেই আবহমান পংক্তির মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
Read More: দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের বেশি, পুরনো কোভিড বিধি কি ফিরতে চলেছে!
সোমবার এক্স হ্যান্ডেলে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা(Najrul Birth Anniversary)জানানোর পাশাপাশি বেশ কিছু জরুরি ও প্রাসঙ্গিক বার্তাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। লিখেছেন, “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি ‘কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট’। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি ‘নজরুল তীর্থ’ এবং ‘পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি’। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ। কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!”

কবির রচনার অংশ উদ্ধৃত করে তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। “গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান! বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি”, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে লিখেছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1926999510007398612?s=19