কলকাতা : শহরের বুকে ফের ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। এবার আইইডি বিস্ফোরণে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে বলে এল হুমকি মেল! (Threat Mail)সোমবার সকালে ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসকে এই ইমেল পাঠানো হয়। খবর পাওয়ামাত্রই পৌঁছে যান বিধাননগর পুলিশের আধিকারিকরা। গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। যদিও এখনও তেমন কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
Read More: জাবিতেই আস্থা রিয়ালের, এমবাপেদের কোচিংয়ের দায়িত্বে এলেন প্রাক্তন ‘মাদ্রিদিস্তা’
এদিন ওই হুমকি মেলে(Threat Mail)বলা হয়, ৪টি আইইডি দিয়ে ৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে। মুহূর্তেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাস্থ্যভবনে থাকা কর্মীদের মধ্যে। খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড এসে গোটা এলাকায় তল্লাশি শুরু করে। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। কোথা থেকে ওই মেল এসেছিল, তা জানতে অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম থানায়।
গত এপ্রিল মাসে বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতার জাদুঘরে। একটি হুমকি মেলে বলা হয়েছিল, বোমা বিস্ফোরণে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। খবর পাওয়া মাত্রই গোটা জাদুঘর চত্বর খালি করে দেওয়া হয়েছিল। নিউ মার্কেট থানার পুলিশ ও জাদুঘরে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা তল্লাশি চালান। যদিও কিছুই পাওয়া যায়নি সেসময়
Link: https://x.com/ekhonkhobor18/status/1927012733892919787?s=19
উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার হামলার চেষ্টা চলছে। পাক হ্যাকাররা কিছু ভারতীয় সংস্থার মেল আইডি হ্যাক করে ফেলেছিল। এই হুমকি মেলের নেপথ্যে কোনরকম পাক-যোগ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। অপারেশন সিঁদুরের পর দেশের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বোমাতঙ্কের মেল ও ফোন এসেছে। যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সবই আদতে ভুয়ো।




