প্রতিবেদন : কোহলি-রোহিতের অবসরের পর কেমন হবে ভারতের টেস্ট দল? কার হাতে যাবে নেতৃত্বের ব্যাটন? শনিবার দুপুরেই মিলল সব প্রশ্নের উত্তর। ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা করে দিল বিসিসিআই। প্রত্যাশামতোই নতুন অধিনায়ক হলেন শুভমন গিল।(Subhnam Gill)সহ-অধিনায়ক ঋষভ পন্থ। দলে জায়গা হয়নি মহম্মদ শামির। তবে বাংলার হয়ে খেলা আর এক ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণকে নেওয়া হয়েছে।
Read more: প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের ৬ জেলায়, উত্তরে কেমন থাকবে আবহাওয়া!
এদিন মুম্বইয়ে বোর্ডের হেড কোয়ার্টারে মিটিংয়ের পর ১৮ সদস্যের দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের সফর। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারেই। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এছাড়া টিম ইন্ডিয়া দুটি প্রস্তুতি টেস্টও খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে।

এক নজরে দেখে নেওয়া যাক ১৮ জনের ভারতীয় দল :
Link: https://x.com/ekhonkhobor18/status/1926216388290449555?s=19
শুভমন গিল (Subhnam Gill)(অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব।