প্রতিবেদন : এক দীর্ঘ অধ্যায়ে এল ইতি। স্পেনের ‘জায়ান্ট’ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে লুকা মদ্রিচের।(Luka Modric) গত এক যুগেরও বেশি সময় ধরে লস ব্লাঙ্কোর সাদা জার্সিতে খেলেছেন ক্রোয়েশীয় তারকা মিডফিল্ডার। শনিবার এবছরের লা লিগা মরসুমের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেই ৩৯ বছর বয়সী কিংবদন্তিকে শেষবারের মতো রিয়ালের জার্সিতে দেখা যাবে। খেলার শেষে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানাবেন রিয়াল মাদ্রিদ অনুগামীরা।
Read More: আন্দামানে বন্ধ বিমান চলাচল, জারি ‘নোটাম’! মিসাইল পরীক্ষা করবে ভারত
শুক্রবার ইনস্টাগ্রামে বিদায়ী বার্তা দিয়েছেন মদ্রিচ। তিনি লেখেন, “সময় এসেছে। চাইনি এই মুহূর্তটা আসুক। কিন্তু এটা ফুটবল। আর জীবনে সব কিছুরই শুরু এবং শেষ থাকে… শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেলব। ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি পরার ইচ্ছা নিয়ে এখানে এসেছিলাম। বড় কিছু করার করে দেখানোরও ইচ্ছা ছিল। কিন্তু এরপর এখানে যা পেয়েছি, তা ভাবতে পারিনি। একজন ফুটবলার এবং মানুষ হিসেবে আমার জীবন বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সেরা ক্লাবটির অন্যতম সফল যুগের অংশ হতে পেরে আমি গর্বিত।”

পাশাপাশি, তারকা ফুটবলারের(Luka Modric) কথায়, “রিয়াল মাদ্রিদকে অন্তর থেকে ধন্যবাদ। বিশেষ করে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি কৃতজ্ঞ। তাছাড়াও সতীর্থ, কোচ এবং আমার পাশে যাঁরা থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। রিয়ালে থাকাকালীন দারুণ সব মুহূর্ত কাটিয়েছি। জিতেছি শিরোপা। কিছু ক্ষেত্রে দারুণভাবে ফিরেও এসেছি। বার্নাব্যুতে জাদুকরী রাতের অভিজ্ঞতা অভাবনীয়। এই ক্লাবের হয়ে সমস্ত কিছু জিতেছি। কেটেছে অসাধারণ সব আনন্দের মুহূর্ত। যদিও এর বাইরেও আমার মনে রিয়াল সমর্থকরা বড় জায়গা করে নিয়েছেন। আমি সম্মানিত। তোমাদের কখনও ভুলব না। তোমাদের ভালোবাসি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1925856425332375594
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯০টি ম্যাচ খেলেছেন মদ্রিচ। গোল করেছেন ৪৩টি। অ্যাসিস্ট-সংখ্যা ৯৫। দীর্ঘ কেরিয়ারে রিয়ালের জার্সিতে ৪টি লা লিগা ও ৬টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-সহ জিতেছেন প্রচুর ট্রফি। গত কয়েক মরসুম ধরেই মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে চলছিল রিয়াল মাদ্রিদ। এবার তা আর হল না। ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন কোচ কার্লো আন্সেলোত্তি। এবার সেই পথে হাঁটলেন মদ্রিচও।