কলকাতা: প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির কোর কমিটির সদস্য। কিন্তু রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে এসেছেন দিলীপ। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছেন তিনি। আর তারপর থেকেই দলবদলু বিজেপি(Bengal BJP) ও দলের ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে এড়িয়ে চলার কৌশল নিয়েছে। এর মধ্যেই আরও এক জল্পনা উঠছে নানান মহলে। সম্প্রতি দলের রাজ্য কমিটির একাধিক বৈঠক হলেও অফিশিয়ালি ডাকা হয়নি কোর কমিটি। আর তা নিয়েই বিজেপির অন্দরে উঠছে প্রশ্ন, দিলীপ ঘোষকে এড়িয়ে যেতেই কি এই সিদ্ধান্ত?
Read More: মিলছে ‘হেরিটেজ’ তকমা, বিদ্যাসাগরের উদ্যোগে দেশের প্রথম বিধবা বিবাহ কলকাতার এই বাড়িতেই
দীর্ঘদিন হয়নি রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির(Bengal BJP) কোর কমিটির সদস্য। অফিশিয়ালি কোর কমিটির বৈঠক ডাকলে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানাতে হবে। তাই বৈঠকে ডাকাই হচ্ছে না দলের কোর কমিটির সদস্যদের। এ নিয়ে বিতররকের কানাঘুষো শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। এমনকী কোর কমিটির বৈঠক ছাড়াই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই খবর।

বঙ্গ বিজেপির অফিশিয়াল কোনও কর্মসূচিতেই ডাকা হচ্ছে না প্রাক্তন রাজ্য সভাপতিকে। কলকাতায় দলের তেরঙ্গা যাত্রায় ডাকা হয়নি তাঁকে। কিন্তু খড়গপুরে তেরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন দিলীপ। প্রসঙ্গত, এদিকে, স্ত্রীকে নিয়ে ত্রিপুরায় গিয়েছেন দিলীপ ঘোষ। বুধবার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে তিনি ত্রিপুরা যান।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925541168445522026