প্রতিবেদন: সারা বিশ্বজুড়ে পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দিতে তৎপর ভারতের প্রতিনিধি দল।(Indian Delegation) তৃণমূলের তরফ থেকে কেন্দ্রের প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেডিইউয়ের সঞ্জয় ঝার নেতৃত্বে এই প্রতিনিধি দল পা রাখল জাপানে। জেডিইউয়ের সঞ্জয় ঝার ৯ সদস্যের ওই প্রতিনিধি দল জাপানের পরে যাবে আরও ৫টি দেশে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ওই দলের বাকি সাংসদরা পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন সারা বিশ্বের দরবারে।
Read More: শিক্ষানীতির বিরোধিতা করায় টাকা আটকে রেখেছে কেন্দ্র, সুপ্রিম কোর্টের দ্বারস্থ তামিলনাড়ু সরকার
এদিন টোকিওতে গান্ধীমূর্তিতে মাল্যদান করেই ভারতীয় দূতাবাসে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এরপরেই ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠক করে সর্বদলীয় প্রতিনিধি দল।(Indian Delegation) সিবি তাঁদের কর্মসূচি সম্পর্কে বুঝিয়ে দেন। তিনি জানান, “জাপান সেই দেশগুলির মধ্যে অন্যতম যারা পহেলগাঁও হামলার পরই শোকপ্রকাশ করেছিল। আমরা আগামী দিনেও সন্ত্রাস রুখতে জাপানের সাহায্য প্রত্যাশা করছি।”

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এই প্রতিনিধি দল জাপানের পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়াও যাবেন। জেডিইউ-এর সঞ্জয় ঝা-এর নেতৃত্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই দলটিতে রয়েছেন সাংসদ ব্রিজলাল, অপরাজিতা সারেঙ্গি, প্রধান বরুয়া, হেমাঙ্গ যোশী, জন ব্রিটাস। অভিষেকদের পাশাপাশি আরও একটি প্রতিনিধিদল বুধবার রওনা দিয়েছে। বৃহস্পতিবার বাকি দলগুলিও বিভিন্ন দেশে রওনা দেবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925185330782876155