কলকাতা: ঝড়বৃষ্টি অব্যাহত! তবু গরম কিন্তু কমছে না। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়াই থাকবে।(Weather Forecast) পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও দেখা যাবে। এমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। গত কয়েকদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আগামী পাঁচ দিনে নতুন করে পারদপতনের বিশেষ সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে সারা বাংলার বেশিরভাগ জেলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, ফলে রাজ্য জুড়ে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। মঙ্গলবার এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
Read More: কর্নেল কুরেশিকে নিয়ে কুমন্তব্য বিজেপি মন্ত্রীর! সুপ্রিম নির্দেশে সিট গঠন মধ্যপ্রদেশ পুলিশের
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Weather Forecast) বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।

আবার, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরের সব জেলাতেই অন্তত ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে দার্জিলিং এবং জলপাইগুড়িতে আবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (৭ থেকে ২০ সেন্টিমিটার)। বুধবার উত্তর দিনাজপুর, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার উত্তরের সব জেলার জন্যই জারি হয়েছে সতর্কতা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924753883307639297