রায়গঞ্জ: মোদী-জমানায় আরও একবার প্রকাশ্যে এল রেলের অব্যবস্থার চিত্র। দাউদাউ করে জ্বলে উঠল চলন্ত ট্রেনের ইঞ্জিন!(Gaisal Train Fire) বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেন। মঙ্গলবার দুপুরের উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছে গাইসাল স্টেশন ছাড়ার আগে ওই ইঞ্জিনে আগুন লাগে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় দমকলের তিনটি ইঞ্জিন। ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে রেল।
Read More: জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, মর্গান হাউসের সংস্কার! উত্তরবঙ্গের পর্যটনকে সাজাতে একাধিক ঘোষণা মমতার
সূত্র অনুযায়ী, এদিন দুপুর প্রায় ২টো নাগাদ আপ মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেনটি গাইসাল স্টেশনে ছাড়ছিল। ট্রেনের গার্ড অনুভব করেন, ইঞ্জিন অত্যন্ত গরম হয়ে গিয়েছে। কিছু সময়ের মধ্যেই তিনি ইঞ্জিনের ভিতর আগুন দেখতে পান।(Gaisal Train Fire) প্ল্যাটফর্ম ছাড়ার পরই চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এদিকে ততক্ষণে ইঞ্জিন দিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নামেন যাত্রীরা।
খবর পেয়ে দ্রুত সেখানে চলে আসেন রেল পুলিশ ও আধিকারিকরা। খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে ইঞ্জিনের সামনের অংশ জ্বলতে শুরু করেছে। বিপদের আশঙ্কায় স্টেশন চত্বর ও ওই ট্রেনের যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সতর্কতার জন্য ওভারহেডের তারের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ওই লাইনে সাময়িক বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।
কিছু সময়ের মধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924792921624121636
এবিষয়ে কিষাণগঞ্জ রেলপুলিশের ইন্সপেক্টর এইচকে শর্মা বলেন,”যাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। কামরায় আগুন লাগেনি। শুধু ট্রেনের পিছনে গার্ড ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে ট্রেনের কর্মীদের তৎপরতায় আগুন দেখতে পেতে দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।” কীভাবে ওই ইঞ্জিনে আগুন লাগল, সেটি এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ঘটনার জেরে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ইসলামপুর সংলগ্ন গুঞ্জরিয়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এছাড়া একাধিক এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে যায় বিহারের কিষাণগঞ্জ স্টেশনে।




