হাওড়া : মোদীর আমলে রেলের অপদার্থতা যে ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তা চোখ-কান খোলা রাখলেই মালুম হয়। প্রায় নিত্যদিনই প্রকাশ্যে আসছে অব্যবস্থার নানান চিত্র। এবার বড়সড় বিপর্যয় ঘটল হাওড়া-সাঁতরাগাছির রেলের সিগন্যাল ব্যবস্থায়।(Signal Failure)
Read More: নিমেষে প্রতিহত পাক ড্রোন, স্বর্ণমন্দিরেই বসেছিল এয়ার ডিফেন্স সিস্টেম
রবিবারই নন ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়েছে। সোমবার থেকে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় সিগন্যাল ব্যবস্থায় বিভ্রাট দেখা দেয়।(Signal Failure) মঙ্গলবার সকাল থেকে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে সিগন্যাল ব্যবস্থা। যাত্রী পরিষেবা ব্যাহত হয়। ব্যাহত হয় হাওড়া-খড়গপুর শাখার ট্রেন চলাচল। একের পর এক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল হতে থাকে।

এদিন কমপক্ষে ২০০ লোকাল ট্রেন বাতিল হয়েছে বলে জানিয়েছে রেল সূত্র। বহু স্টেশনে, মাঝ রাস্তায় ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। চূড়ান্ত অচলাবস্থা দেখা যায় বহু স্টেশনে। স্বাভাবিকভাবেই বিপুল ক্ষোভ দেখা দেয় যাত্রীদের মধ্যে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের মধ্যেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কীভাবে এই সমস্যার সুরাহা হবে, সেই বিষয়ে বিকেল অবধি কোনও বার্তা পাওয়া যায়নি দক্ষিণ-পূর্ব রেলের তরফে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924810912445214987