শিলিগুড়ি : জননেত্রী তিনি। জনগণের কাছের মানুষ, কাজের মানুষ। যা যা প্রতিশ্রুতি দেন, তা রাখতে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ক্রমাগত বঞ্চনার জেরে আবাস যোজনার টাকা পাননি বাংলার মানুষ। তাঁদের প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার পূর্ব ঘোষণামতোই, ‘বাংলার বাড়ি'(Banglar Bari) প্রকল্পে রাজ্যের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে চালু হল বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা প্রদান।
Read More: সাঁতরাগাছিতে সিগন্যাল বিপর্যয়ের জেরে বাতিল বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন, ক্ষুব্ধ যাত্রীরা
এদিন কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকার চেক তুলে দেন মমতা। এর আগে গত ডিসেম্বরে ১২ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছিল রাজ্য। মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা তখনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কথামতোই এদিন থেকে বাংলার ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা।

উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলার বাড়ির(Banglar Bari) প্রায় ৪৭ মানুষের পাকা বাড়ি করে দিয়েছে রাজ্য। এই পর্যায়ে ১২ লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়া হল। বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব, তারপরও কেউ বাকি থাকলে তাঁরও বাড়ি আমরা করে দেব।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1924816110907490333