নয়াদিল্লি: পাকিস্তানের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এবার সোচ্চার হবে ভারত। সারা বিশ্বকে পাক জঙ্গি হামলাকে তুলে ধরতে প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্র।(Indian Delegation) সব দলের সাংসদদের নিয়ে তৈরি হয়েছে এই দল। এই দলে থাকবেন তৃণমূলের সদস্যও। মঙ্গলবার তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, দলের তরফে কেন্দ্রীয় সরকারের তৈরি করা ‘ডেলিগেশন টিমে’ প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন মমতা।
Read More: প্লে অফের লড়াইয়ের আগে মুম্বই শিবিরে ৩ নতুন বিদেশি ক্রিকেটার
পাকিস্তানের সন্ত্রাস বিশ্বমঞ্চে তুলে ধরতে সর্বদলের সাংসদদের মোট ৭টি দল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার।(Indian Delegation) তার মধ্যে একটিতে জায়গা পান তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। তাতে ক্ষুন্ন হন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন, দেশের স্বার্থে তাঁর দল কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। তবে এই দল গঠনের ক্ষেত্রে কেন তৃণমূলের সঙ্গে আলোচনা করা হল না? তা নিয়ে ক্ষুদ্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। প্রতিনিধি বাছাই নিয়ে মমতার ‘অসন্তোষ’ মেটাতেই ফোন। কথাবার্তার পর পাকিস্তানের জঙ্গিকে মদত দেওয়া ও অন্যান কর্মকাণ্ড তুলে ধরতে অভিষেকের নাম প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
Link: https://x.com/AITCofficial/status/1924732583776289182?t=a8SGdXSl6cKDuvdzvyoKqA&s=19
প্রসঙ্গত, তুলানামূলক ভাবে ইউসুফ পাঠান রাজনীতিতে নতুন। জনপ্রিয় মুখ হলেও তিনি আভ্যন্তরীণ বিষয়ে ততটা ওয়াকিবহল নন, যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কারণেই ইউসুফ পাঠানের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে।