প্রতিবেদন : প্রায় শেষ লগ্নে এবছরের আইপিএল মরসুম। ইতিমধ্যেই প্লে-অফে(IPL Playoff) জায়গা নিশ্চিত করে ফেলেছে তিনটি দল৷ বাকি রয়েছে একটি। বর্তমানে লিগ টেবিলের পরিস্থিতি অনুযায়ী চতুর্থ তথা শেষ দল হিসেবে প্লে-অফে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার প্লে-অফের দৌড়ে থাকা আরেকটি দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে তারা। সেই ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে হার্দিকদের৷ এমতাবস্থায় পরিবর্ত হিসেবে তিন নতুন বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করল এমআই শিবির।
Read More: দক্ষিণ ও উত্তরবঙ্গে টানা ঝড়বৃষ্টি! কতদিন চলবে জানাল হাওয়া অফিস
প্রাথমিক সূচি অনুযায়ী আইপিএল ২৫ মে শেষ হওয়ার কথা থাকলেও ভারত-পাক সংঘাতের কারণে সাময়িক টুর্নামেন্ট বন্ধ থাকায় বদল এসেছে সূচিতে। আর সে কারণেই বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বিদেশি ক্রিকেটারদের অনেকেই তাঁদের জাতীয় দলের হয়ে খেলতে চলে যাবেন। কাজেই প্লে-অফে(IPL Playoff) পাওয়া যাবে না তাঁদের। মুম্বই প্লে-অফের যোগ্যতা অর্জন করলে সেখানে উইল জ্যাকস, রায়ান রিকেলটন এবং করবিন বস্ককে পাবে না তারা। এঁদের পরিবর্ত হিসেবে প্লে-অফের জন্য জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন এবং চারিথ আশালঙ্কার নাম ঘোষণা করল মুম্বই।
আগামী ২৬ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবেন হার্দিকরা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডে ডাক পাওয়ায় শিবির ছাড়বেন ইংরেজ অলরাউন্ডার উইল জ্যাকস। তাঁর পরিবর্ত হিসেবে ৫.২৫ কোটি টাকায় আইপিএলের পরিচিত মুখ বেয়ারস্টোকে ডেকে নিল মুম্বই। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংসের হয়ে ৫০টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ইংরেজ উইকেটকিপার-ব্যাটারের। গতবছর পঞ্জাবের হয়ে একটি শতরানও হাঁকিয়েছিলেন তিনি। নভেম্বরে মেগা নিলামে অবিক্রিত রয়ে যান বেয়ারস্টো।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924765437390422243
পাশাপাশি, ডব্লিউটিসি ফাইনাল খেলতে ২৬ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর শিবির ছাড়বেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটনও। চলতি টুর্নামেন্টে দলের দ্বিতীয় সর্বাধিক রানগ্রাহক তিনি। রিকেলটনের পরিবর্ত হিসেবে ইংরেজ পেসার রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে মুম্বই। গতবছর চেন্নাইয়ের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন গ্লিসন। রিকেলটনের মতোই ডব্লিউটিসি ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার করবিন বস্ক৷ তিনিও ২৬ মে’র পর শিবির ছাড়তে চলেছেন। তাঁর পরিবর্তন হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার চারিথ আশালঙ্কাকে সই করিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।




